কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৩ জুন ২০২২
কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই অফিসিয়াল বল আল রিহলার সাথে পরিচয় করিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। অ্যাডিডাসের তৈরি করা সেই আল রিহলা প্রস্তুত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে।

বিশ্বকাপের অফিসিয়াল বলের সাথে অনেক আগেই পরিচয় করিয়ে দিলেও এতো দিন জানা যায়নি কোন দেশে প্রস্তুত হচ্ছে এই বল। সম্প্রতি এই বল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের শিয়ালকোটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি।

তিনি জানিয়েছেন, শিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। এই বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলে মনে করেন তিনি।

রফিক জানান, ফরোয়ার্ড স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে বল সরবরাহ করবে। বল তৈরির সময় পরিবেশ সেদিকে খেয়াল রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছেন।

কাতার বিশ্বকাপের এই বল তৈরি করে ২০টি প্যানেল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছিল বিশ্বকাপ কর্তৃপক্ষ। ঐতিহ্যগতভাবে আগে বিশ্বকাপের বল তৈরির সময় হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ বিশ্বকাপ থেকে এই পদ্ধতি থেকে সরে এসেছে আয়োজক দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবারও সেই পথে হাঁটছে কাতার।

চলতি বছরের নভেম্বরে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ইতিমধ্যে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের নাম চূড়ান্ত হয়েছে। দলগুলো শুরু করেছে তাদের প্রস্তুতি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

মিশরের জন্য সালাহ কিছুই করেনি: হাসান শেহতা

মিশরের জন্য সালাহ কিছুই করেনি: হাসান শেহতা

ওয়েলসের কোচের পদ ছাড়লেন রায়ান গিগস

ওয়েলসের কোচের পদ ছাড়লেন রায়ান গিগস

রাশিয়ান ক্লাবে খেলায় বিশ্বকাপে দলে জায়গা পাবেন না পোলিশ ফুটবলার

রাশিয়ান ক্লাবে খেলায় বিশ্বকাপে দলে জায়গা পাবেন না পোলিশ ফুটবলার