বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৩ জুন ২০২২
বায়ার্ন মিউনিখে সাদিও মানে, এখন লিভারপুলের এক নম্বর

লিভারপুলের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকেই পরবর্তী ঠিকানা বানিয়েছিয়েন। বায়ার্নে গিয়ে মানে বলছেন, এখন থেকে লিভারপুলের এক নম্বর ফ্যান হবেন।

সাদিও মানেকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল ইংলিশ ক্লাব লিভারপুল। কিন্তু কিছুতেই মানেকে ধরে রাখতে পারেনি তারা। সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেছেন তিনি। 

বুধবার (২২ জুন) বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে মানের। বিদায়ের আগে লিভারপুল ক্লাব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে অ্যানফিল্ডে কাটানো স্মরনীয় ছয় বছর নিয়ে স্মৃতিচারণা করেছেন মানে।

মানে বলেন, “অ্যানফিল্ডে খেললে আপনি অবশ্যই আলাদা শক্তি পাবেন সমর্থকদের জন্য। এটা নিশ্চিত, আমি আপনাদের (লিভারপুল সমর্থক) মিস করতে যাচ্ছি, আমি আপনাদের ভালোবাসি। এখনো লিভারপুলে আমার বাড়ি আছে, এমি একদিন অবশ্যই ফিরে আসবো এবং তাদের ‘হাই’ জানাবো।”

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

বায়ার্ন মিউনিখে খেললেও লিভারপুলের খেলা দেখতে ভুলবেন না বলেও জানিয়েছেন মানে।  বলেন, “বায়ার্নে প্রত্যকে ম্যাচের পর আমি ড্রেসিংরুমে রুমে ফিরে অবশ্যই লিভারপুলের ম্যাচ দেখবো। কারণ, সারাজীবনের জন্য আমি লিভারপুলের এক নম্বর সমর্থক হতে যাচ্ছি।”

বিদায়বেলায় লিভারপুল ফ্যানদের বিশ্বসেরা বলে আখ্যায়িত করলেন মানে। “আমার মনে হয় যে বা যারাই লিভারপুল ছেড়ে যাক অবশই সমর্থকদের মিস করবেন। তারা বিশ্বের সেরা সমর্থক এবং আমি সবসবময় সেটা বলি। যখন তারা আমার নামে গান গায় সেটা অসাধারণ” যোগ করেন মানে।

ছয় বছরের লিভারপুল ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন মানে। অলরেডদের হয়ে ১৯৬ ম্যাচে ৯০ গোল রয়েছে সেনেগালের এই ফুটবলারের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

ধারে চেলসি থেকে ইন্টারে লুকাকু

ধারে চেলসি থেকে ইন্টারে লুকাকু

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি

জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি