ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা নতুন নয়। ফরাসি ক্লাবটির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তি নবায়নের পর থেকে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পিএসজি সভাপতির মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে! নেইমারকে হয়তো বিক্রিই করে দিবে তারা।
২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড পরিমাণ ফিসে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। প্রত্যাশা ছিল নেইমারকে দিয়েই চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলবে তারা। কিন্তু পাঁচ বছরে সেই প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।
২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর সব ঢেলে সাজানোর ইঙ্গিত দিতে চেয়েছিল পিএসজি। ক্রীড়া পরিচালককে ছাঁটাই করে সে পথেই হাঁটা শুরু করেছে তারা। এমবাপেকে নিয়েই ক্লাবের নতুন পরিকল্পনার সজাতে চায় তারা।
নতুন পরিকল্পনায় নেইমারের অবস্থান কেমন থাকবে বা আদৌ থাকবে কিনা সেটার বিষয়ে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন! সম্প্রতি এক সাক্ষাৎকারে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল পিএসজির নতুন পরিকল্পনায় নেইমারের ভূমিকা নিয়ে।
জিদানের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি পিএসজি সভাপতি
উত্তরে সরাসরি কিছু বলেননি তিনি। বলেন, "সংবাদমাধ্যমে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না। অনেকে আসবে, অনেকে চলে যাবে। এসব ব্যক্তিগত দর–কষাকষির বিষয়।"
সরাসরি যেহেতু কিছু বলেননি সেক্ষেত্রে পিএসজির নতুন পরিকল্পনাতে নেইমার হয়তো নেই! ফুটবল পন্ডিতরা ধারণা করছেন নেইমারকে নতুন পরিকল্পনা থেকে ছেতে ফেলতে চাইছে পিএসজি। এছাড়া গুঞ্জন রয়েছে, পিএসজি সভাপতিও নেইমারের উপর বেশ অনেকদিন ধরেই চরম বিরক্ত।
এদিকে নেইমার একাধিকবার জানিয়েছেন প্যারিস ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে। এই ব্রাজিলিয়ান সুপারস্টার বরং তার চুক্তির মেয়াদ শেষ করতে চান।
তবে পিএসজি সভাপতির এমন মন্তব্যের পর নেইমার আদৌ পিএসজিতে তার চুক্তির মেয়াদ শেষ করতে পারবেন কিনা, সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পিএসজির জার্সিতে পাঁচ বছরে এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এ সময়ে তার গোল ১০৩টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি