ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২২ জুন ২০২২
ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

১১ বছর পর মোহামেডানের কোচ হিসেবে ফিরেছেন শফিকুল ইসলাম মানিকের প্রত্যাবর্তন সুখকর হয়নি। কুমিল্লায় ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানকে ৪-২ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।

বুধবার (২২ জুন) বৃষ্টির কারণে বেশ ভারী হয়েছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। উভয় দলই শুরু থেকেই গতিময় ফুটবলের দিকে নজর রেখেছিল। এতেই ম্যাচের শুরুতে এগিয়ে যায় আবাহনী। ম্যাচের ৮ম মিনিটে কর্ণার থেকে সরাসরি গোল করেন আবাহনীর ড্যানিয়েল কলিন্দ্রেস। এর দুই মিনিট পরেই আবারও এগিয়ে যায় ডার্লিংটন।

দুই গোলে পিছিয়ে থাকা মোহামেডান ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ১৮তম মিনিটে। মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের গোলে ব্যবধান কমায় তারা। গোল হজম করে আরও একবার সাদা-কালো শিবিরকে হতাশ করে আবাহনী। এবার আবাহনীর হয়ে স্কোরশিটে নাম তোলেন ইমন মাহমুদ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আবারও ব্যবধান কমায় মোহামেডান। শাহরিয়ার ইমনের গোলে ৩-২ ব্যবধান করে তারা। পর মুহূর্তেই ডার্লিংটনের গোলে আবারও লিড নেয় আবাহনী। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করতে মরিয়া হয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে ১০জনের দলে পরিণত হয় আবাহনী।

রেজাউল করিম দুই হলুদ কার্ড দেখলে আবাহনী ১০জনের দলে পরিণত হয়। এর সাত মিনিট পরে আরও একবার আবাহনীর জালে বল জড়ায় মোহামেডান। তবে অফ সাইডের কারণে বাতিল হয় গোল। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে মোহামেডান।

এই ম্যাচে ১৬ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো আবাহনী। বিপরীতে সমান সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রহমতগঞ্জকে হারিয়ে শিরোপার পথে বসুন্ধরা কিংস

রহমতগঞ্জকে হারিয়ে শিরোপার পথে বসুন্ধরা কিংস

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

দল গঠনের ‘হস্তক্ষেপে’ মোহামেডান কোচের পদত্যাগ

দল গঠনের ‘হস্তক্ষেপে’ মোহামেডান কোচের পদত্যাগ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ