মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে কাতার। মধ্যপ্রাচ্যের অন্য দেশের মতো কাতারও বেশ রক্ষণশীল দেশ। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে সমর্থকদের অবাধ মেলামেশায় নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। জানিয়েছে, এই রকম হলে সেটাকে অপরাধ মেনে নিয়ে জেলে পাঠানো হবে। এর আগে সমকামীতা প্রদর্শন করে এমন কোনো কিছু করা যাবে না বলেও ঘোষণা দিয়েছে কাতার সরকার।
বিশ্বকাপ ফুটবল মানেই ম্যাচ জয়ের আনন্দে সমর্থকদের মধ্যে থাকে অবাধ মেলামেশা, মদ্যপানের মতো বিষয়। তবে কাতারে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে সমর্থকরা সেই সুযোগ পাবেন না। বরং, নিয়ম ভাঙলে কাতারে জেলে কাটাতে হতে পারে সাত বছর।
কাতার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে সমর্থকরা কোনো ধরনের শারীরিক সম্পর্কে জড়াতে পারবে না। নিয়মের ব্যতিক্রম হলে সাত বছর পর্যন্ত জেল হবে। বিশ্বকাপ ফুটবল এমন নিয়ম এটাই প্রথমবার।
কাতার বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক ও সমকামীতা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটিতে এমন অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখোমুখি হতে হয়। একই নিয়ম মানতে হবে খেলা দেখতে আসা সমর্থকদের। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও এই নিয়ম মেনে চলার আহবান জানিয়েছে।
ফিফা কর্মকর্তা নাসের আল খাতের বলেন, “প্রত্যেক সমর্থকের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবার সামনে ব্যক্তিগত ভালোবাসা দেখানো এই দেশের সংস্কৃতি নয়। সেটা সবার জন্যই প্রযোজ্য।”
এই বিষয়ে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, “কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা শুধু সেখানে প্রকাশ করা উচিত যে দেশে এটা মানা হয়।”
বিশ্বকাপ আয়োজকরা আগে থেকেই সমর্থকদের জানিয়ে দিয়েছে কি করা যাবে আর না যাবে। বাকি সিদ্ধান্ত এবার সমর্থকদেরকেই নিতে হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর