ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে কোচ হিসেবে পেতে চায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), এটা পুরোনো খবর। এমনকি জিদানকে একবার প্রস্তাব দিয়েও হতাশ হতে হয়েছে, এ খবরও সবার জানা। অথচ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলছেন, তারা নাকি কোচ হওয়ার ব্যাপারে কথাই বলেননি জিদানের সঙ্গে!
জিদানের পিএসজি কোচ হওয়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। ফুটবল বিশ্বে মোটামুটি জিদানের পিএসজি কোচ হওয়া না হওয়া নিয়ে আলোচনাটা অনেক দূর গড়িয়েছে। তবে স্বয়ং পিএসজির সভাপতি এবার যেটা বললেন তাতে সবার চোখ কপালে ওঠার জোগাড়!
জিদানকে পিএসজি কোচ করতে পারুক বা না পারুক তার ব্যাপারে আগ্রহ ছিল এটা অন্তত সবার জানা। কিন্তু পিএসজি সভাপতি খেলাইফি বলছেন কোচ করা তো পরের কথা, এসব বিষয়ে নাকি জিদানের সঙ্গে কথাও হয়নি তাদের।
বলেন, "আমি তাঁকে সম্মান করি, কিন্তু আজ একটা কথা বলে রাখি, তবে প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই আমরা জিদানের সঙ্গে এ নিয়ে (পিএসজির কোচ হওয়ার ব্যাপারে) কথা বলিনি। আমি যখন ‘আমরা’ বলি, তখন কিন্তু আমি পিএসজিকেই বোঝাচ্ছি। আমি পিএসজির সভাপতি, আর আমি কখনো জিদানের সঙ্গে কথা বলিনি।"
গ্যাল্টিয়ারের নিয়োগকে ভিত্তিহীন বলছে পিএসজি
এদিকে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ফুতমের্কাতোর সাংবাদিক দানিয়েল রিওলো সরাসরি মিথ্যাবাদী বলেছেন পিএসজি সভাপতিকে। তিনি বলেন, "আল খেলাইফি (পিএসজি সভাপতি) সত্যি বলছেন না। তিনি আমাদের বিশ্বাস করাতে চান তিনি কখনো জিদানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেননি? তিনি আজকেই (গতকাল) জিদানের সঙ্গে ছিলেন ও জিদান তাঁকে আজকেই না বলেছেন।"
এদিকে ইতিমধ্যে জিদানের বিকল্প হিসেবে কোচও খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন পিএসজি সভাপতি। বলেন, "আমরা জিদানের বিকল্প খুঁজে পেয়েছি। আমরা এমন একজন কোচকে নিয়োগ দিতে যাচ্ছি যে আমাদের পরিকল্পনার অন্য ভালো হবে বেশ কয়েকজন কোচই আমাদের নজরে আছে।"
রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন জিনেদিন জিদান। দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার সাফল্যে ঈর্ষান্বিত হবেন যে কেউ! টানা তিনবার চ্যাম্পিয়নলিগ জয়ী এমন একজন কোচকে তো পিএসজি চাইতেই পারে, তাতে কোনো সমস্যা নাই!
অথচ পিএসজি সভাপতি দাবি করছেন তারা কোচ হওয়ার ব্যাপারে জিদানের সঙ্গে কোনো কথা বলেনি! এমন মন্তব্যের পর ফুটবল বিশ্বে নতুন আলোচনার ঝড় উঠবে এটাই স্বাভাবিক।
স্পোর্টসমেইল২৪/এসকেডি