বিশ্বকাপে মিশরের চূড়ান্ত স্কোয়াড, রয়েছেন সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৫ জুন ২০১৮
বিশ্বকাপে মিশরের চূড়ান্ত স্কোয়াড, রয়েছেন সালাহ

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধের ইনজুরির কারণে এখনো চিকিৎসাধীন রয়েছেন মিশরের লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। তারপরও তাকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

সর্বশেষ মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করা সালাহ রিয়াল মাদ্রিদের বিপেক্ষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরির কবলে পড়ে অশ্রুসজল চোখে মাঠ ছাড়তে বাধ্য হন। রিয়াল অধিনায়ক সার্জিও র‌্যামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় মাটিতে পড়ে গিয়ে আহত হন সালাহ। তিনি বর্তমানে স্পেনের ভ্যালেন্সিয়ার চিকিৎসাধীন রয়েছেন। ১৯৯০ সালের পর মিশরকে প্রথম বিশ্বকাপ আসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা জাগানো এই ফুটবল তারকা।

গত বুধবার মিশরীয় ফেডারেশন বলেছিল সুস্থ হতে সালাহর তিন সপ্তাহের বেশি সময় লাগবে না। এর অর্থ তিনি মিশরের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অংশ নিতে পারছেন না। আগামী ১৫ জুন এ গ্রুপের হয়ে প্রথম ম্যাচে উরুগুয়ের মোকাবেলা করবে মিশর। ১৯ জুন স্বাগতিক রাশিয়া এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের মোকাবেলা করবে নীল নদের দেশটি।

২৩ সদস্যের চূড়ান্ত দল :
গোলরক্ষক : এসাম এল হাদারি, মোহামেদ এল-শেনাউই, শেরিফ একরামি।
রক্ষণ ভাগ : আহমেদ ফাতি, সাদ সামির, আইমান আশরাফ, আহমেদ হেজাজি, আলি গাবর, আহমেদ এল মোহামাদি, মোহামেদ আব্দেল- শফি, ওমর জাবের, মাহমুদ হামদি।
মধ্য মাঠ : মোহামেদ এলনেনি, তারেক হামেদ, স্যাম মোরসি, মাহমুদ আব্দেল রাজেক, আব্দুল্লাহ এল সাইদ, মাহমুদ হাসান, রামাদান সোভি, আমর ওয়ার্দা, মাহমুদ আব্দেল মোনেইম।
আক্রমণ ভাগ : মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আলির শান্ত থাকার প্রতিজ্ঞা

বিশ্বকাপে আলির শান্ত থাকার প্রতিজ্ঞা

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

নাইজেরিয়ার চূড়ান্ত দল ঘোষণা

নাইজেরিয়ার চূড়ান্ত দল ঘোষণা

নরওয়ের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলবেন বোল্ট

নরওয়ের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলবেন বোল্ট