বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক ফুটবলের দুটি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে মালয়েশিয়া নারী ফুটবল দল। সোমবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় ফুটবল দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ফুল দিয়ে তাদের বরণ করার পর হোটেলে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়, সফররত মালয়েশিয়া নারী ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যকার দুটি ফিফা টিয়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাফুফের সার্বিক ব্যবস্থাপনায় ২৩ ও ২৬ জুন সন্ধ্যা ৬টা ম্যাচ দুটি মাঠে গড়াবে।
ম্যাচের আগে উভয় দল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম টার্ফে অনুশীলন করবে। জানানো হয়, আজ মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল দল এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়া নারী ফুটবল দল অনুশীলন করবে। একইভাবে ম্যাচের আগের দিন বুধবারও (২২ জুন) উভয় দল অনুশীলন করবে।
বাংলাদেশ ও মালয়েশিয়া নারী দলের মধ্যকার এ ম্যাচ দুটি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইতিহাসের ভয়াবহ বন্যার কারণে সিলেট থেকে সরিয়ে ম্যাচ দুটি ঢাকায় এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুটি সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করা হলেও পূর্বের তারিখ ঠিক রাখা হয়েছে।
গত শুক্রবার (১৮ জুন) এক বিবৃতিতে ভেন্যু বদলের তথ্য নিশ্চিত করেছে বাফুফে। বিবৃতিতে জানানো হয়, ভেন্যু বদল হলেও সূচি একই থাকছে। বাংলাদেশ ও মালয়েশিয়া নারী দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে রয়েছে। সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নেমেছিল গোলাম রব্বানী ছোটনের দল। ‘জি’ গ্রুপের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
স্পোর্টসমেইল২৪/আরএস