ফুটবলার ধার দিয়ে নিসের কোচ গাল্টিয়ারকে চায় পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২০ জুন ২০২২
ফুটবলার ধার দিয়ে নিসের কোচ গাল্টিয়ারকে চায় পিএসজি

উচ্চ বেতনের ফুটবলারদে নিয়ে স্কোয়াড সাজিয়ে বেশ বিপদেই আছে ফরাসি ক্লাব পিএসজি। উয়েফার ফ্যাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মে বেড়াজালে পড়তে পারে বিপদে। সেই বিপদ থেকে রক্ষা পেতে এবার নতুন পথে হাঁটছে ক্লাবটি। আরেক ফরাসি ক্লাব নিসকে খেলোয়াড় ধার দিয়ে তাদের কোচ ক্রিস্টোফি গ্যাল্টিয়ারকে নিজেদের ডেরায় আনতে চায় ফ্রেন্স চ্যাম্পিয়নরা।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন পিএসজি তাদের কোচ মারিসিও পচেত্তিনোকে নিজেদের ডেরায় রাখতে চায় না। এমনকি তার সাথে চুক্তি বাতিলের প্রাথমিক আলোচনা সেরেও রেখেছে দলটি। নতুন কোচ না আসা পর্যন্ত সেই পথে হাঁটবে না দলটি।

তাই তো নতুন কোচের সন্ধানে আছে পিএসজি। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানকে প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। নতুন কোচ হিসেবে এবার নাম এসেছে গ্যাল্টিয়ারের।

এদিকে নিসের সাথে গ্যাল্টিয়ারের আরও দুই বছরের চুক্তি বাকি আছে। এই জন্য তাকে দলে নিতে বেশ খরচ করতে হবে পিএসজিকে। অর্থ খরচের পাশাপাশি নিজেদের ব্যয় কমাতে ফুটবলার ধার দিতেও রাজি আছে কাতারি মালিকাধীন ক্লাবটি।

বিষয়টি নিয়ে নিসের সাথে আলোচনা করছে পিএসজি। এখন অপেক্ষা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, সেটাই জানার অপেক্ষা। তবে প্রি সিজন শুরুর আগেই কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আগ্রহী তারা।

চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে লিগ ওয়ানের ২০২২-২৩ মৌসুম। এই উপলক্ষ্যে চলতি বছরের জুলাইয়েই অনুশীলন শুরু করবে ক্লাবগুলো। এই সময় থেকেই নতুন কোচকে দলে চায় পিএসজি কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

পিএসজি গুঞ্জনের মধ্যে জিদানের কোচিং চালিয়ে যাওয়ার ঘোষণা

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি

এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি