২০২০ ইউরোতে ফেভারিটদের তালিকায় অন্যতম ছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু মাঠে তাদের পারফর্মেন্স ছিল চূড়ান্ত হতাশাজনক। ওই টুর্নামেন্টে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ছিলেন নিজের ছায়া হয়ে। তার বাজে পারফর্মেন্স নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছিল তখন। সমালোচনা নিতে না পেরে নাকি অবসর নিতে চেয়েছিলেন, ফ্রান্স ফুটবলের প্রধানের এমন মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে।
২০২০ ইউরোতে চার ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপে। উল্টো শেষ ষোলোর ম্যাচের টাইব্রেকারে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ পেনাল্টি মিস করে বসেন তিনি। তাতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফরাসিরা।
ইউরোতে ফ্রান্সের ব্যর্থতার জন্য এমবাপেকেই দায়ী করা হচ্ছিল তখন। চারিদিক থেকে তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাকে। ওই ঘটনার পর আগেভাগে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন এমবাপে, একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন।
বিষয়টি নতুন করে আবার তুলে এনেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি লু গেরেত। রোববার (১৯ জুন) ফ্রান্সের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, সমালোচনা নিতে না পেরেই আগেভাগে অবসর নিতে চেয়েছিলেন এমবাপে
পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!
ফ্রান্স ফুটবল প্রধানের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন এমবাপে। তার দাবি, সমালোচনা নয়, বর্ণবাদের জন্যই অবসরের ভাবনা ছিল। এমবাপে বলেন “আমি তাকে (ফ্রান্স ফুটবল প্রধান) স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং পেনাল্টি বিষয়ক (ইউরোয়) নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।”
২০২১ সালের যে সাক্ষাৎকারে অবসরের ভাবনা জানিয়েছিলেন, সেখানে অবশ্য বর্ণবাদের বিষয়ে কিছুই বলেননি এমবাপে।
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা এমবাপে। ২০১৮ ফ্রান্সের বিশ্বকাপ জেতায় তার অন্যতম ভূমিকা ছিল। সে কারণেই ২০২০ ইউরোতে তার উপর ফরাসি সমর্থকদের প্রত্যাশাও বেশি ছিল। তবে ওই টুর্নামেন্টটা পারলে ভুলে যেতে চাইবেন তিনি।
ফ্রান্সের জার্সি গায়ে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলেছেন এমবাপে। যেখানে ২৭টি গোল করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি