অস্ট্রিয়ান ক্লাবের কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৮ জুন ২০২২
অস্ট্রিয়ান ক্লাবের কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষেই কোচিং পেশায় জড়িয়েছেন জার্মানির সাবেক ফুটবলার মিরোস্লাভ ক্লোসা। তবে ছয় বছরে জার্মানিতেই তার কোচিং ক্যারিয়ার সীমাবদ্ধ ছিল। প্রথমবারের মতো জার্মানির বাইরে কোচিং করাতে যাচ্ছেন তিনি। অস্ট্রিয়ান ক্লাব এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ক্লোসা।।

২০১৬ সালে খেলোয়াড় হিসেবে ফুটবলকে বিদায় জানান জার্মানির সর্বোচ্চ গোলদাতা। একই বছরের নভেম্বরে জার্মানি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেন ক্লোসা। ২০১৮ সালে জার্মানির সহকারী কোচ হিসেবে মেয়াদ শেষ করেন তিনি।

এরপর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব সতেরো দলে প্রধান কোচের দায়িত্ব গ্রহন করেন ক্লোসা। এরপর ২০২০ থেকে বায়ার্ন মিউনিখের মূল দলের সহকারী কোচের দায়িত্ব সামলিয়েছেন তিনি। ২০২১ সালে মে থেকে কোচিং থেকে বিরতিতে ছিলেন ক্লোসা।

এবার জার্মানির বাইরে অস্ট্রিয়ার ক্লাব এসসিআর আলটাহ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব নিলেন। এমন একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন যারা শেষ দুই মৌসুমে পয়েন্ট টেবিলের দশ ও এগারোতে থেকে শেষ করেছে।

একমাত্র ফুটবলার হিসেবে টানা চারটি বিশ্বকাপ খেলা ক্লোসার সামনে কোচ হিসেবে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। আলটাহকে তলানি থেকে টেনে উপরে ওঠাতে হবে তাকে। তবে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। 

জিদানকে নিয়ে সিদ্ধান্তহীনতায় পিএসজির ‘অন্দরমহল’

ক্লোসা বলেন, “শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি আমার ভেতরে খেলা করছে যে, মনে হচ্ছে আমি এখানে ঠিক জায়গাতেই এসেছি। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে প্রথম আলোচনা এতটাই উন্মুক্ত ছিল যে, নিজের কাছে আমি পরিষ্কার হয়ে যাই যে এটাই করতে চাই।”

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১৬) ক্লোসা জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন। ১৩৭ ম্যাচে ক্লোসার গোল ৭১টি, যেটি জার্মানি ইতিহাসের সর্বোচ্চ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ

এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন সাদিও মানে

বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন সাদিও মানে