ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জিনেদিন জিদানকে কোচ হিসেবে চায়, এটা তো পুরোনো খবর। এমনকি জিদান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও হাল ছাড়েনি তারা। তবে পিএসজির অন্দরমহলই তো জিদানকে কোচ করার ব্যাপারে সর্বসম্মত নয়। জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্লাবটি।
চুক্তি নবায়ন করার সময় পিএসজিকে একগাদা শর্ত দিয়েছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তার মধ্যে অন্যতম, ক্লাবের ক্রীড়া পরিচালক লিওনার্দোকে বরখাস্ত করে লুইস কাম্পোস নিয়োগ দেওয়া। এছাড়া কোচ হিসেবে ফরাসি কিংবদন্তি জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে হবে।
এমবাপের প্রথম শর্ত হিসেবে ইতিমধ্যে লুইস কাম্পোসকে নিয়োগ দিয়েছে পিএসজি। তবে তার দ্বিতীয় শর্ত পুরণ করতে এমনিতেই হিমশিম খাচ্ছে ক্লাবটি। জিদানকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না।
এর মধ্যেই ফরাসি গণমাধ্যম জানাচ্ছে, ‘সরষের মধ্যেই ভূত।’ কারণ, এমবাপের ইচ্ছা অনুযায়ী যে কাম্পোসকে ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনিই তো চান না জিদান পিএসজির কোচ হোক।
এমবাপে বেঈমানি করেনি: রিয়াল সভাপতি
কাম্পোসের চাওয়া ফরাসি ক্লাব লিলের সাবেক কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে পিএসজির কোচ করা হোক। কাম্পোস লিলের ক্রীড়া পরিচালক থাকার সময়ে কোচ ছিলেন গালতিয়ের। ২০১৯ সালে এই কোচের অধীনেই লিগ শিরোপা ঘরে তুলেছিল লিলে।
এদিকে পিএসজির মালিকপক্ষের চাওয়া যে কোনো মূল্যেই জিদানকেই পিএসজির কোচ করতে হবে। আর এ নিয়েই পিএসজির অন্দরমহলে দ্বিধার সৃষ্টি তৈরি হয়েছে।
তবে জিদানকে কোচ হিসেবে কাম্পোসের না চাওয়ার পিছনের কারণ খুঁজে বের করেছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ। তারা এক প্রতিবেদনে বলেছে, "যে কোচের ক্যারিশমা অনেক বেশি, যিনি ক্লাব সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার ক্ষমতা রাখেন, এমন কোচদের পছন্দ নয় কাম্পোসের। তাঁর পছন্দ জিদানের বিপরীত কেউ, কারণ জিদানের বিশ্বজোড়া সুনাম আছে, কাতারের সঙ্গে যোগাযোগও আছে।"
ইতিমধ্যে বর্তমান কোচ মারিসিও পচেত্তিনোকে বিদায় দেওয়ার বন্দবস্ত হয়ে গেছে। চুক্তির এক বছর থাকতেই বরখাস্ত করায় তাকে কি ক্ষতিপুরণ দেওয়া হবে সেটা নিয়েও সমঝোতা হয়েছে। শুধু হয়নি পচেত্তিনোর জায়গায় কাকে বসাবে পিএসজি, এই সিদ্ধান্ত।
একদিকে জিদানকে কোচ করার ব্যাপারে পিএজসির অন্দরমহল যখন দুই ভাগে বিভক্ত। অন্যদিকে লম্বা ছুটি কাটিয়েই চলেছেন জিদান। ধারণা করা হচ্ছে পিএসজি কোচ হতে নুন্যতম আগ্রহ নেই তার। তার চেয়ে বরং চলতি বছরের কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে বেশি আগ্রহী রিয়াল মাদ্রিদের সাবেক বস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি