আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসির নেত্বতৃ গুণ নিয়ে আলোচনা অনেকটাই কমে এসেছে। আর্জেন্টিনার জার্সিতে সাম্প্রতিক সময়ে সাফল্য নিন্দুকদের মুখ অনেকটাই বন্ধ করে দিয়েছে। বর্তমান আর্জেন্টিনা দলের একাধিক সদস্য নানা সময়ে মেসির অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন। তবে নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার ফন বাস্তেনের মতে মেসি অসাধারণ খেলোয়াড় কিন্তু ম্যারডানোর মতো নেতা নন।
আর্জেন্টিনার জার্সিতে মেসি বরাবরই সমালোচিত ছিলেন। দলের বাজে পারফর্মেন্সের জন্য মেসির অধিনায়কত্বকেই দায়ী করা হতো। বার্সেলোনাতেও শেষ কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগে ভরাডডুবির জন্য অধিনায়ক মেসিকে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। বলা হয়েছে, মেসি সামনে থেকে দলকে নেত্বতৃ দিতে পারেন না। বার্সেলোনা ছেড়ে মেসি এখন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলেন। পিএসজিতে মেসির ক্যারিয়ার এখনো এক বছর হয়নি, অধিনায়কও নন। ফলে পিএসজির নেতা মেসিকে নিয়ে সমালোচনা করার সুযোগ কম।
বর্তমান আর্জেন্টিনা দলের পারফর্মেন্সে পরিস্থতি বদলেছে। এখন মেসির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা খুব একটা শোনা যায় না। বরং জাতীয় দলের সতীর্থরা ‘নেতা’ মেসিতে মুগ্ধতা প্রকাশ করেছেন একাধিক সময়। কয়েকদিন আগেই আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছিলেন, ‘মেসি যখন কথা বলে তখন কোচ বা প্রেসিডেন্ট যেই হোক না কেন চুপ থাকা উচিত।’
এমনকি এখনকার আর্জেন্টিনা দলে রীতিমতো পাল্লা চলে কে মেসির সাথে বেশি ঘনিষ্ট সময় কাটাতে পারে। মেসির প্রতি তাদের শ্রদ্ধাবোধ অবিশ্বাস্য। মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনার বর্তমান দল যেকোনো সময়ে চেয়ে বেশি একতাবদ্ধ।
মেসি কথা বললে বাকি সবার চুপ করে থাকা উচিত: মার্টিনেজ
তিন বছর ধরে অপরাজিত আর্জেন্টিনা দলের ঘুরে দাঁড়ানোর পিছনে কোচ লিওনেল স্কলানীর সাথে মেসিকেও কৃতিত্ব দিচ্ছেন অনেক ফুটবলবোদ্ধা। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়ে এত সাফল্যের কারণে কাউকেই এখন মেসির নেত্বতৃ নিয়ে সমালোচনা করতে দেখা যায় না।
তবে নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার বাস্তেন আবারও মেসির নেত্বতৃ গুণ নিয়ে সমালোচনা করে বিষয়টি ফিরিয়ে আনলেন। ১৯৮৮ ইউরো জয়ী বাস্তেন বলেন, “মেসিও অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার সব সময় দলের ভেতরে অন্য রকম একটা ব্যক্তিত্ব থাকত। মেসি যুদ্ধের ময়দানে সবার সামনে বুক পেতে দেওয়ার মতো মানুষ না।”
বাস্তেনের সর্বকালের সেরা তিনজনের তালিকাও নেই মেসি। বলেন, "পেলে, ম্যারাডোনা ও ক্রুইফ আমার চোখে ইতিহাসের সেরা তিন খেলোয়াড়। ছোটবেলায় আমি ক্রুইফের মতোই হতে চাইতাম। আমার বন্ধু ছিলেন তিনি। অনেক মনে পড়ে তাঁকে। পেলে আর ম্যারাডোনাও অবিশ্বাস্য ছিলেন।”
আর্জেন্টিনার বর্তমান দলের ড্রেসিং রুম যেকোনো সময়ের চেয়ে বেশি সুখি। মেসির অধিনায়কত্বে ডি পল, মার্টিনেজরা মাঠে জীবন দিতেও প্রস্তত। আসন্ন কাতার বিশ্বকাপেও মেসির জন্য নিজেদের নিংড়ে দেওয়ার কথা বলেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। তবে এত কিছুর ভিড়েও নেতা মেসিকে খুব একটা পছন্দ নয় বাস্তেনের।
স্পোর্টসমেইল২৪/এসকেডি