লন্ডনের ওল্ড ট্রাফোর্ডে চ্যারিটি ম্যাচের প্রস্তুতি হিসেবে আগামী সপ্তাহে নরওয়ে অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আশা করছেন অ্যাথলেটিক্সের বিশ্ব মানব ও একজন পেশাদার ফুটবলার হওয়া প্রত্যাশায় থাকা উসাইন বোল্ট।
আটবার অলিম্পিকের স্বর্ণপদক জয়ী ৩১ বছর বয়সী বোল্ট নরওয়ের শীর্ষস্থানীয় ক্লাব স্ট্রমসগডসেটের হয়ে অনুশীলন করেছেন। পেশাদার ফুটবল খেলোয়াড় হবার লক্ষ্যে গেল মার্চে বুন্দেস লিগার দল বুরুসিয়া ডর্টমুন্ডে সাথে অনুশীলন করেন ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডের ভক্ত বোল্ট।
আগামী ১০ জুন ইউনাইটেডের আইকন স্টেডিয়াম ওল্ড ট্রাফোর্ডে চ্যারিটি ম্যাচে সেলিব্রেটি দলের বিপক্ষে বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন বোল্ট। সেলিব্রেটি দলের অধিনায়ক সঙ্গীত শিল্পি রবি উইলিয়ামস।
তার আগে আগামী মঙ্গলবার স্ট্রমসগডসেটের হয়ে নরওয়ে অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলতে মাঠে নামবেন বোল্ট। অনুশীলনের ফাঁকে বোল্ট বলেন, ‘যদি আমি কয়েক মিনিট পাই তবে সেটা ভালোই হবে। ম্যানচেস্টার আগামী সপ্তাহে চ্যারিটি ম্যাচে ফিট হবার জন্য এখানে এসেছি।’