ইউক্রেনজুড়ে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে বিভিন্ন জায়গা থেকেই সমালোচনার মুখোমুখি হয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এবার পুতিনের সমালোচনা করেছেন দেশটির সাবেক ফুটবলার ইগোর ডেনিসভ। সমালোচনা করে গ্রেফতারের আশঙ্কায় রয়েছেন রাশিয়ান ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
২০১২ থেকে ২০১৬ পর্যন্ত রাশিয়াকে নেতৃত্ব দেওয়া ডেনিসভ এক অনুষ্ঠানে জানান, ইউক্রেনে যা চলছে সেটা ভয়ংকর ঘটনা। বলেন, “এটা ইউক্রেনের উপর একটি ঝড়। পুরো বিষয়টি ভয়ংকর একটি বিষয়!”
ইউক্রেনে চলমান আগ্রাসন থামাতে পুতিনকে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানান ইগোর ডেনিসভ। তার ধারণা এই মন্তব্যের কারণে তাকে গ্রেফতার করা হতে পারে বলেও ধারণা তার।
এই বিষয়ে তিনি বলেন, “আমি জানি না, সম্ভবত আমি গ্রেফতার হতে পারি। এমনকি আমাকে হত্যাও করা হতে পারে।”
মূলত রাশিয়ার নিয়ম অনুযায়ী দেশটির রাষ্ট্র প্রধান কিংবা দেশের কোনো আইন নিয়ে আলোচনা করলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই আইনেই গ্রেফতার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে তার।
রাশিয়ার সাবেক এই ফুটবলার দেশটির হয়ে খেলেছেন ৫৪ ম্যাচ। এই সময়ে কোনো গোল করতে না পারলেও দুইবার গোলে সহায়তা করেছেন তিনি।
ক্লাব ক্যারিয়ারে রাশিয়ার বাইরের কোনো ক্লাবে খেলেননি ডেনিসভ। এই সময়ে তিনি খেলেছেন জেনিত সেন্ট পিটার্সবার্গ, ডায়নামো মস্কো ও লোকমোটিভ মস্কোর হয়ে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর