ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে চলতি বছরের ৭ আগস্ট। এই ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সিটিজেনদের জার্সিতে নিজের অভিষেক ম্যাচ খেলবেন স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। শুরুর ম্যাচেই ওয়েস্ট হ্যামকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন হল্যান্ড।
চলতি বছরের ৭ আগস্ট ওয়েস্ট হ্যামের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ম্যানচেস্টার সিটি। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে ৭ নম্বরে থেকে লিগ শেষ করা ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে সিটিজেনদের।
বৃহস্পতিবার (১৬ জুন) প্রিমিয়ার লিগে সূচি প্রকাশ করে ফুটবল অ্যাসোসিয়েশন অব ইংল্যান্ড (এফএ)। সূচি প্রকাশের পরই জানা গেছে, ওয়েস্ট হ্যাম দিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামবে সিটিজেনরা।
এদিকে প্রিমিয়ার লিগের রানার্স আপ দল লিভারপুল তাদের প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ফেরা ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে। সিটিজেনদের একদিন আগে মাঠে নামবে তারা।
প্রতিবার বিশ্বকাপ ফুটবল বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হলেও এবার আয়োজিত হবে বছরের একদম শেষ দিকে। নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য চলতি বছরের ১৩ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে না প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ। অর্থাৎ প্রথমবারের মতো বক্সিং ডে-তে প্রিমিয়ার লিগে গড়াবে না কোনো খেলা।
দীর্ঘ ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। ১৯৯৯ সালের পর প্রিমিয়ার লিগে ফেরা নটিংহ্যাম তাদের প্রত্যাবর্তন ম্যাচে মুখোমুখি নিউ ক্যাসলের মুখোমুখি হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের মাঠে খেলবে আর্সেনাল। চলতি বছরের অক্টোবরে হোম ও অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর