২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৪ জুন ২০২২
২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় ফুটবল দল। হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সুখবর পেয়েছে তারা। বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ফিলিপাইনকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ফিলিস্তিন। এতেই ভারত এশিয়ান কাপের মূল পর্ব খেলার যোগ্যতা অর্জন করে।

এশিয়ান কাপ বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়নদের পাশাপাশি মূল পর্বে খেলার যোগ্যতা পাবে সেরা পাঁচ রানার্স আপ দল। নিজ গ্রুপে দুই ম্যাচ জিতে সেই পথে এগিয়ে ছিল ভারত। কিন্তু ফিলিপাইনের হারে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই এশিয়ান কাপ নিশ্চিত করেছে ভারত।

মঙ্গলবার (১৪ জুন) কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচের ফলাফল ভারতের এশিয়ান কাপে খেলার উপর কোনো প্রভাব ফেলবে না। তবে ফিলিপাইন-ফিলিস্তিন ম্যাচের ফলাফল উল্টো হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প থাকতো না ভারতের সামনে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের নামার আগে অবশ্য ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান কাপ খেলতে চান। এখনও মাটিতে রাখতে চান পা।

ছেত্রী বলেন, “আগের দুটো ম্যাচে আমরা ভালই খেলেছি। তবে এখনও কিছু অর্জন করে ফেলিনি। সব পাশে সরিয়ে রেখে আপাতত হংকং ম্যাচে ফোকাস করতে হবে। মাথা উঁচু করে প্রতিযোগিতা শেষ করতে হবে।”

তিনি আরও বলেন, “এশিয়ান কাপে খেলার অনুভূতি অন্য রকম। এই মহাদেশের সেরা দেশগুলোর সঙ্গে খেলার সুযোগ পাব আমরা। গত বার সেই অনুভূতিটা উপলব্ধি করেছি। আরও এক বার সেই অনুভূতি পেতে চাই।”

এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে কম্বোডিয়াকে ২-০ ও আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এতেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ খেলবে ভারত। এর আগে কখনই টানা দুইবার এশিয়ান কাপের মঞ্চে খেলতে পারেনি তারা। ২০২৩ এশিয়ান কাপের আগে আরও চারবার এশিয়ান কাপ খেলেছিল ভারত। ১৯৬৪,১৯৮৪,২০১১ ও ২০১৯ সালে এশিয়ান কাপে খেলেছিল নীল জার্সিধারীরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলে ‘থ্রো ইনের’ বদলি হতে পারে ‘কিক ইন’

ফুটবলে ‘থ্রো ইনের’ বদলি হতে পারে ‘কিক ইন’

টাইব্রেকারে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

টাইব্রেকারে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়নস লিগে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না সালাহ

চ্যাম্পিয়নস লিগে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না সালাহ

বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই ইকুয়েডরের

বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই ইকুয়েডরের