বল সাইড লাইনের বাইরে গেলে হাত দিয়ে বল ছুড়ে আবারও খেলা শুরু করতে দেখাটা ফুটবল মাঠের নিয়মিত দৃশ্য। এবার সেই চিরায়িত দৃশ্য বন্ধ হতে পারে। থ্রো ইনের জায়গায় সাইড লাইন থেকে বল কিক করে মাঠে নেওয়ার দৃশ্য দেখা যেতে পারে। এমনটাই প্রস্তাব করেছেন ফিফার ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার।
এতো দিনের চিরায়িত দৃশ্য বন্ধ উদ্যোগ নেওয়ার পিছনে আছে মূলত সময় বাঁচানোর চিন্তা। খেলা চলাকালীন থ্রো ইন করতে ফুটবলারদের সময়ক্ষেপণ করা নতুন কোনো ঘটনা না। ফুটবল মাঠে এই ঘটনা নিয়মিতই ঘটে।
সেই সময় বাঁচানোর কথা চিন্তা করেই থ্রো ইনের বদলি হিসেবে কিক ইন শুরু করার চিন্তা ভাবনা শুরু করেছে ফিফা। জানিয়েছে, কিক ইনের মাধ্যমে দ্রুত খেলা সম্ভব করা কি-না সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।
ফিফা ও ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) যৌথভাবে এই পরীক্ষা চালাবে। এই পর্যবেক্ষণ চলবে নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে।
থ্রো ইন ছাড়াও রেফারির বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা ও বল মাঠের বাইরে গেলে খেলা বন্ধ রাখার মতো সিদ্ধান্তও আসতে পারে। এই বিষয়গুলোর ট্রায়ালও শুরু করা হবে বলে জানিয়েছে ফিফা।
বর্তমানে রেফারির বিভিন্ন কারণ ব্যাখ্যা করা, খেলোয়াড় ইনজুরিতে পড়লে মাঠের বাইরে যাওয়া কিংবা বল মাঠের বাইরে থাকলে খেলার সময় গণনা করা বন্ধ করা হয় না। এই ক্ষতি পুষিয়ে নিতে শেষদিকে কিছুটা অতিরিক্ত সময় খেলা চালানো হয়। বিষয়টি নিয়ে যদিও তৈরি হয় নানা বিতর্ক। তাই তো খেলার বাইরের ঘটনার সময় খেলার সময় গণনা বন্ধ রাখার বিষয়টি ট্রায়াল চালাবে ফিফা।
ট্রায়াল শেষ হলে ফিফার কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কতদিন লাগবে তা এখনও জানা যায়নি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর