নয়টি বছর এক ড্রেসিং রুমে কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্সেলো ভিয়েরা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রতিপক্ষকে হারানোর কৌশল সাজিয়েছেন। সতীর্থ থেকে বন্ধু হয়েছেন। মাঠ ছেড়ে মাঠের বাইরেও নিজেদের বন্ধুত্বের বন্ধন শক্ত হয়েছে। শুধু বন্ধু নন, মার্সেলোকে নিজের ভাই বলেছেন রোনালদো। ভাইয়ের মাদ্রিদ ছাড়ার দিনে আবগেঘন পোস্টও দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
পর্তুগিজ রোনালদো ও ব্রাজিলিয়ান মার্সেলোর সম্পর্কের রসায়ন সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই। বন্ধুত্বের সম্পর্কটাকেই অন্য মাত্রায় নিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা।
এমনকি রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে যান, ফুটবল পাড়ায় জোর গুঞ্জন ছিল, প্রিয় বন্ধুর সাথে মার্সেলোও চলে যাবেন রিয়াল ছেড়ে। যদিও তখন সেটা হয়নি।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। ফলে রিয়ালে দুই বন্ধুর জুটি আলাদা হয়ে যায়। চার বছর পর বন্ধু মার্সেলোও বার্নাব্যূ ছেড়ে গেলেন।
অশ্রুভেজা চোখে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন মার্সেলো
প্রিয় বন্ধুর সাথে রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের স্মরণীয় নয়টি বছর কাটিয়েছেন, একসাথে অসংখ্য উদযাপনের মেতে উঠেছেন। নিজে ছেড়ে যাওয়ার চার বছর পর বন্ধু মার্সেলোও ছেড়ে যাওয়ার দিনে আবেগ লুকাননি রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্সেলোর সঙ্গে রিয়ালের জার্সি গায়ে সাদাকালো একটি ছবি পোস্ট করেছেন পর্তুগিজ সুপারস্টার। সেখানে মার্সেলোকে ‘ফুটবল থেকে পাওয়া ভাই’ উল্লেখ করেছেন রোনালদো।
রোনালদো বলেন, "সতীর্থের চেয়েও বেশি কিছু, ফুটবল থেকে পাওয়া আমার ভাই। মাঠ ও মাঠের বাইরে সর্বকালের অন্যতম সেরা তারকা, যার সঙ্গে আমি আনন্দে ড্রেসিংরুম ভাগ করতে পারি। নতুন রোমাঞ্চে নিজের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো!"
২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া মার্সেলো ১৫ বছর পরে কিংবদন্তি হিসেবেই বিদায় নিলেন। এ সময়ে লস ব্লাংকোসদের হয়ে ৩৮৬ ম্যাচে মাঠে নেমেছেন মার্সেলো। এক যুগের বেশি সময় পর ২৫টি শিরোপা নিয়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ী হয়ে বার্নাব্যূ ছেড়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি