আঠারো বছরের মার্কিন গোলরক্ষককে নিয়ে টানাটানি রিয়াল-চেলসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ জুন ২০২২
আঠারো বছরের মার্কিন গোলরক্ষককে নিয়ে টানাটানি রিয়াল-চেলসির

মার্কিন গোলরক্ষক গ্যাব্রিয়েল স্লোনিনার প্রতি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আগ্রহ বেশ অনেক আগে থেকেই। স্লোনিনার ক্লাব শিকাগো ফায়ারের সাথে অনেক দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াল। ১৮ বছর বয়সী স্লোনিনাকে পেতে শুধু রিয়াল নয় চেলসিও মাঠে নেমেছে।

ইংল্যান্ড ও স্পেনের দুই বনেদি ক্লাবের মধ্যে স্লোনিনাকে নিয়ে রিতীমতো টানাটানি শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী রিয়ালের হাতের নাগাল থেকে মার্কিন গোলরক্ষককে ছিনিয়ে নিয়ে যেতে পারে চেলসি।

যদিও রিয়াল মাদ্রিদ স্লোনিনার জন্য মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারের কাছে এক দফা প্রস্তাবও পাঠিয়েছে। তবে রিয়ালের দেওয়া প্রস্তাবে অর্থের পরিমাণ পছন্দ হয়নি মার্কিন ক্লাবটির। ফলে যে যাত্রায় রিয়ালকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল তারা।

তবে ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেলসির দেওয়া প্রস্তাবে শিকাগো ফায়ার রাজি হবে। ১০ মিলিয়ন ইউরোতে স্লোনিনাকে দলে ভেড়াতে আশাবাদী ইংলিশ ক্লাবটি।

দুই আর্জেন্টাইনকে নিয়ে বার্সেলোনা-জুভেন্টাসের কাড়াকাড়ি

অতি সম্প্রতি চেলসির মালিকানা বদল হয়েছে। রাশিয়ান মালিকের জায়গায় মার্কিন মালিক পেয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। মার্কিন মালিকের অধীনে প্রথম খেলোয়াড়টা হয়তো মার্কিন মুলুক থেকেই আসতে চলেছে।  

মাত্র ১৭ বছর ৮১ দিন বয়সে শিকাগোর সিনিয়র দলে অভিষেক হয়েছে স্লোনিনার। শিকাগোর ফায়ার একাডেমিতে বেড়ে ওঠা স্লোনিনা অভিষেকেই সবচেয়ে কম বয়সে ক্লিনশিট রাখার রেকর্ড গড়েছেন।

শুধু ক্লাব নয় মাত্র কৈশোর পার করা স্লোনিনাকে নিয়ে টানাটানি হয়েছে যুক্ত্ররাষ্ট্র ও পোল্যান্ডের মধ্যেও। পোলিশ বংশোদ্ভূত হওয়ায় পোল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও স্লোনিনা বেঁছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।

২০২১ সালের আগস্টে শিকাগোর সিনিয়র দলে অভিষেক হয় স্লোনিনার। ইতিমধ্যে শিকাগোর জার্সি গায়ে ২৫টি ম্যাচ খেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :