পর্তুগালের বিপক্ষে ম্যাচের বয়স এক মিনিট পেরোনোর আগেই গোল পেয়ে যায় সুইসরা। গোল হজম করেই সুইসদের রক্ষণে হামলে পরে পর্তুগাল। ম্যাচের পুরো সময় পর্তুগিজ ফুটবলাদের আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সুইস গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলরক্ষকের অবিশ্বাস্য পারফর্মেন্সেই আসরের প্রথম জয় পেয়েছে সুইজারল্যান্ড।
রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে স্টাডি ডি জেনেভায় নেশনস লিগের গ্রুপ ‘বি’ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও সুইজারল্যান্ড। পর্তুগালের একাদশে সাতটি পরিবর্তন এনেছিলেন কোচ সান্তোষ। এতগুলো পরিবর্তনের প্রভাব বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে পর্তুগাল।
ম্যাচের প্রথম আক্রমণেই সফলতায় পায় সুইজারল্যান্ড। ডান দিক থেকে সিলভান উইডময়ারের পাঠানো ক্রসে দারুণ এক হেডে গোল করেন সেফেরোভিচ। ১৩তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় সুইসরা। বার্নাডো সিলভার হাতে লাগায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। যদিও ভারে দেখা যায় হ্যান্ড বল হওয়ার আগেই সিলভাকে ফাউল করেছেন সুইস ফুটবলার এলভেদি। ফলে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।
ক্রিস্টিয়ানো রোনালদো বিহীন পর্তুগাল গোল হজম করেই যেন তেঁতে ওঠে। সুইসদের গোলপোস্টে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে পর্তুগিজদের আক্রমণের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন সুইস গোলরক্ষক জোনাস ওমলিন।
‘পর্তুগাল একমাত্র রোনালদো নির্ভর দল নয়’
পর্তুগালের একের পর এক আক্রমণ একা হাতে প্রতিহত করেন এই গোলরক্ষক। ম্যাচের ৫০তম মিনিটে সুইজারল্যান্ডের গোলপোস্ট লক্ষ্য করে আন্দ্রে সিলভার নেওয়া গোলার মতো শটও থেমে যায় সুইস গোলরক্ষকের সামনে। কিছুক্ষণ পরেই বদলি হিসেবে নামা বার্নাডো সিলভার জোরালো শট ঠেকিয়ে আবারও সুইস দুর্গ অক্ষত রাখেন ওমলিন।
নির্ধারিত সময়ের পুরোটাই ছিল পর্তুগালের আধিপাত্যের দৃশ্য। সুইস রক্ষণভাগের উপর সাড়াশি আক্রমণ করেছে সান্তোষের দল। কিন্তু তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছেন সুইস গোলরক্ষক। পুরো ম্যাচে সুইসদের গোলপোস্টে লক্ষ্য করে এক কুড়ি শট নিয়ে পর্তুগালের ফুটবলাররা।
কিন্তু প্রতিবারই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সুইস গোলরক্ষক। বলতে গেলে সুইজারল্যান্ডের গোলরক্ষকের কাছেই হেরেছে পর্তুগাল। তবে শুধু ম্যাচই জেতেনি সুইজারল্যান্ড, ইতিহাসও গড়েছে বটে! নেশনস লিগের ইতিহাসে সবেচেয়ে দ্রুত সময়ে গোল করার রেকর্ডেও নিজেদের নামে লিখিয়ে নিয়েছে সুইস ফুটবলাররা।
২০২২-২৪ উয়েফা নেশনস লিগের ‘বি’ গ্রুপে চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে সাত পয়েন্ট পর্তুগালের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগিজরা। অন্যদিকে এই ম্যাচেই প্রথম জয় পাওয়া সুজারল্যান্ড চার ম্যাচের তিনটাতে হেরেছে। তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি