নতুন মৌসুমে সাফল্য পেতে ক্লাবগুলোর চাহিদার তালিকায় থাকে নতুন সব মুখ। তবে আর্থিক সংকটের কারণে পুরোনো খেলোয়াড়দের সঙ্গেই চুক্তি নবায়নের দিকে নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তারই ধারায় এবার সের্গিও রবার্তোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে তারা।
বার্সেলোনার সঙ্গে চলতি বছরের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন রবার্তো। এরপর হয়তো নতুন ক্লাবের সন্ধানে বের হতেন স্প্যানিশ তারকা। কিন্তু সেটার দরকার হলো না। তার আগেই এক বছরের জন্য চুক্তি নবায়ন করলেন বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম ভরসা এই খেলোয়াড়।
শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে রবার্তোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিতি করেছে বার্সেলোনা। নতুন চুক্তিতে রবের্তোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো। চুক্তির মাঝপথে কিংবা চুক্তি শেষে রবার্তোকে কোনো ক্লাব নিতে এই পরিমাণ অর্থ কিংবা এর বেশি খরচ করতে হবে।
বার্সেলোনার সঙ্গে রবার্তোর সম্পর্ক নতুন নয়। সেই ১৪ বছর বয়সে স্প্যানিশ ক্লাব জিমন্যাস্টিক থেকে বার্সায় পাড়ি জমিয়েছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা ১৬ বছরের। ২০১০ সালে তখনকার কোচ পেপ গার্দিওয়ালার অধীনে মূল দলে অভিষেক হয় তার।
বার্সেলোনার জার্সি গায়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩১৬টি ম্যাচ খেলেছেন রবার্তো। জিতেছেন ২৩টি শিরোপা। এর মধ্য্যে আছে ছয়টি লা লিগা, ছয়টি স্প্যানিশ কাপ, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি উএফা সুপার কাপ।
সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে চোটের জন্য অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন রবের্তো। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন কেবল ১২টি ম্যাচ। মিস করেছেন ৩৭টি ম্যাচ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি