ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা একাদশ প্রকাশ করেছে প্রফেশনালস ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। এই একাদশে জায়গা পাননি মোহাম্মদ সালাহর সাথে যৌথভাবে শীর্ষ গোলদাতা হওয়া সন। একাদশে জায়গা পেয়েছেন এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসা ক্রিস্টিয়ানো রোনালদো।
লিভারপুল প্রিমিয়ার লিগের শিরোপা জিততে ব্যর্থ হলেও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মোহাম্মদ সালাহ। তার সমান ২৩ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছিল টটেনহ্যামের এশিয়ান তারকা সন।
প্রিমিয়ার লিগের ধারাবাহিকতায় কারাবাও কাপ ও এফএ কাপে ধরে রেখেছিলেন মোহাম্মদ সালাহ। এরই ধারাবাহিকতায় প্রিমিয়ার লিগের একাদশে জায়গা পেয়েছেন এই মিশরীয় তারকা।
তবে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা হওয়ার পরও বর্ষসেরা একাদশে জায়গা পাননি দক্ষিণ কোরিয়ান সন হিউং মিন। এই তারকা জায়গা না পেলেও ঠিকই একাদশে এসেছে রোনালদোর নাম। ছয় নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আলো ছড়িয়ে একাদশে জায়গা পেয়েছেন রোনালদো।
লিগ জিততে না পারলেও পারফর্মেন্সের উজ্জ্বল ছিলেন লিভারপুল তারকারা। এরই প্রভাব পড়েছেন বর্ষসেরা একাদশে। সালাহসহ ছয় ফুটবলার এবারের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। আর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে সুযোগ পেয়েছেন তিন ফুটবলার। একাদশে এই দুই দলের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া বাকিজন চেলসি ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার।
পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার আগে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন মোহাম্মদ সালাহ। যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও সেরা খেলোয়াড়ের মনোনয়ন পাননি তিনি।
এদিক পিএফএ’র তরুণ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ মিডফিল্ডার ফিল ফোডেন। পঞ্চম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে সেরা তরুণ খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন তিনি। এর আগে টানা দুই বার এই পুরষ্কার জিতেছিলেন রায়ান গিগস, রবি ফাওলার, ওয়েন রুনি ও ডেলে আলি।
পিএফএ প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশ
অ্যালিসন বেকার (লিভারপুল), ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), কেভিন ডি ব্রুইনি (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), সাদিও মানে (লিভারপুল), ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও মোহামেদ সালাহ (লিভারপুল)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর