স্প্যানিশ লা লিগায় সাম্প্রতিক সময়ে ভ্যালেন্সিয়ার মোটেও ভালো সময় কাটচ্ছে না। দলকে নিজেদের সেরা ছন্দে ফেরাতে জেননারো গাত্তুসোর উপর ভরসা রাখতে চাচ্ছে দলটি। দুই বছরের জন্য ভ্যালেন্সিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ইতালিয়ান ফুটবলার।
গাত্তুসোর আগে ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্ব পালন করেছেন হোসে বোর্দালাস। এক বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়া স্প্যানিশ ক্লাবটি তার উত্তরসূরি খুঁজে নিয়েছে।
বোর্দালাসের অধীনে খুব একটা ভালো সময় কাটায়নি ভ্যালেন্সিয়া। লা লিগায় পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে লিগ শেষ করেছে দলটি। এছাড়াও হেরেছে স্প্যানিশ কোপা দেল রের ফাইনাল।
ভ্যালেন্সিয়ার দায়িত্ব নেওয়ার আগে ইতালিয়ান সিরি-এ’র দল নাপোলির দায়িত্ব সামলিয়েছিলেন গাত্তুসো। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।
নাপোলি ছাড়ার পর সিরি-এ’র আরেক ক্লাব ফিওরেন্তিনার দায়িত্ব নেওয়ার কথা ছিল তার। তবে দায়িত্ব বুঝে পাওয়ার আগেই পদ ছেড়ে ভ্যালেন্সিয়াতে আসলেন গাত্তুসো। ঠিক কি কারণে ভ্যালেন্সিয়ার দায়িত্ব নেওয়ার আগে ফিওরেন্তিনার দায়িত্ব ছাড়লেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে স্প্যানিশে লিগে ভালো সময় না কাটানো ভ্যালেন্সিয়া টানা তিন মৌসুমে ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে খেলবে না। ছয়বারের স্প্যানিশ লা লিগাজয়ীরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই গাত্তুসোর উপর রেখেছে ভরসা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর