কোচ লুইস এনরিকের মেয়ের সঙ্গে প্রেম করছেন তোরেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৯ জুন ২০২২
কোচ লুইস এনরিকের মেয়ের সঙ্গে প্রেম করছেন তোরেস

ক্রীড়াঙ্গনে অদ্ভূত সব প্রেমের কাহিনী নতুন কিছু নয়। ভিন্ন লিঙ্গের দুই সতীর্থ, কোচের সঙ্গে খেলোয়াড়ের কিংবা ভক্তের সঙ্গে তারকার চুটিয়ে প্রেম করার খবর বেশ পুরনো। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এসব নিত্য ঘটনা। এবার সেই দলে নাম লেখালেন স্প্যানিশ তারকা ফেরান তোরেস।

স্পেন জাতীয় দলের কোচ লুইস এনরিকের মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই তারকা খেলোয়াড়। এতোদিন বিষয়টা ঘাপলা থাকলেও এবার সবার সামনে প্রকাশ্যই স্বীকার করলেন তোরেস।

ছুটি কাটাতে এখন জন্মভূমি স্পেনেই অবস্থান করেছেন তোরেস। সেখানেই এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্লাব, জাতীয় দল এবং আগামী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ২২ বছরের এই তারকা। তাতে অনেক কিছুর পাশাপাশি তার সম্পর্কের কথাও উঠে আসে। তোরেস ভনিতা না করে সোজাচ্যাপ্টা জবাব দিয়েছেন।

তোরেস জানালেন, লুইস এনরিকের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদেই এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া। তিনি বলেন, ‘এটি খুব ভালো। শুরুর (সম্পর্ক) প্রথম মিনিট থেকেই সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস দিয়েছে। আমি তার (সিরা মার্টিনেজ) জন্য মরতেও পারি।’

তবে পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই, সেটা মনে করিয়ে দিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। তোরেসের মতে, সম্পর্কের বিনিময়ে তিনি পেশাদার জীবনে কোনো সুবিধা নিতে রাজি নয়। তিনি বলেন, ‘আপনাকে বুদ্ধিমান হতে হবে। পেশাদার হওয়া এক জিনিস এবং ব্যক্তিগত জীবন আরেক জিনিস।’

ফেরান তোরেসের ক্যারিয়ার শুরু স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে। তারপর ম্যানচেস্টার সিটিতে ছিলেন দুই বছর। চলতি বছর যোগ দিয়েছেন বার্সেলোনায়। ক্লাব ক্যারিয়ারে এ পর্যন্ত ১৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন তোরেস। তাতে ৩৩ গোল করার পাশাপাশিসহায়তা করেছেন ২৭ গোলে। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৬ ম্যাচ। তাতে গোল করেছেন ১৩টি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদে যাইনি: ফেরান তোরেস

সুযোগ থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদে যাইনি: ফেরান তোরেস

রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদ্রিচ

রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদ্রিচ

অভিনয়ে নাম লেখালেন মেসি

অভিনয়ে নাম লেখালেন মেসি

দেশের জন্য আঙুল ছাড়াও খেলতে রাজি দোন্নারুমা

দেশের জন্য আঙুল ছাড়াও খেলতে রাজি দোন্নারুমা