স্প্যানিশ ফুটবলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ বেশ পুরনো। সেটা মাঠ হোক কিংবা মাঠের বাইরে, সব জায়গায়ই লড়াই চলমান। এবার বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস জানালেন, তার সামনে সুযোগ থাকা সত্ত্বেও রিয়ালে যাননি। বেছে নিয়েছেন বার্সেলোনাকেই।
একটি স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তোরেস জানান, ম্যানচেস্টার সিটি থেকে ক্যাম্প ন্যুতে আসার আগে বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করেছিলেন। সদ্য সমাপ্ত মৌসুমের শুরুতে সিটিজেনদের শিবির ছেড়ে কাতালানদের সাথে যোগ দিয়েছেন এই তরুণ।
ফেরান বলেন, ‘যখন আমি ছোট ছিলাম তখন রিয়াল মাদ্রিদে সাইন করার অনেক সুযোগ ছিল। এটি সঠিক সময় ছিল না। এ আমি প্রথম ভ্যালেন্সিয়া দলে গিয়েছিলাম এবং আমি মনে করি এটি ভাল হয়েছে। অন্যটি ছিল যখন আমি ছোট ছিলাম। তাই বাড়ির কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছি।’
ক্লাবের বর্তমান অবস্থা, নতুন মৌসুমে কি হতে যাচ্ছে সেটা নিয়েও কথা বলেছেন তিনি । বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি তাদের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনায় বেশ উত্তেজিত এই ফরোয়ার্ড।
ফেরান বলেন, ‘রবার্ট লেভানডোভস্কি বার্সেলোনায় আসতে চাচ্ছে। এটা গর্ব করার মতো বিষয়। আশা করি তিনি বায়ার্নের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছে যাবেন এবং বার্সায় আসতে পারবেন। তার জন্য শুভকামনা।’
তোরেসকে বার্সেলোনায় আনতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন সাবেক তারকা ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ। এ বিষয়ে ফেরান বলেন, ‘জাভি হার্নান্দেজের ডাকে বার্সেলোনায় যোগদান করা একটি বিশাল বিষয়। তিনি কতটা দুর্দান্ত খেলোয়াড় ছিলেন তা নিয়ে বলার মতো কিছু নেই।’
বার্সেলোনায় আসার পর ফেরানের প্রথম মৌসুমটা মোটামুটি কেটেছে। তবে নিজের পারফর্ম্যান্সে মোতেই খুশি না এই তরুণ। ফেরান বলেন, ‘এটি একটি কঠিন বছর ছিল। কারণ আমাকে (ম্যানচেস্টার সিটি) আসতে যেতে হয়েছিল, গুরুতর চোটও ছিল। তবে আমি অনেক আশা নিয়ে বার্সেলোনায় এসেছি।’
‘আমরা অতোটা ভালো খেলতে পারিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপারকোপা ডি স্পেনার জন্য যোগ্যতা অর্জন করেছি। কিন্তু আমরা মৌসুমটা নিজেদের সেরা উপায়ে শেষ করতে পারিনি। এখন আমাদের পরবর্তী মৌসুম নিয়ে ভাবতে হবে এবং শিরোপা জয়ের চেষ্টা করতে হবে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি