অভিনয়ে নাম লেখালেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ০৯ জুন ২০২২
অভিনয়ে নাম লেখালেন মেসি

বিখ্যাত অনেক খেলোয়াড়ই সিনেমা কিংবা টিভি সিরিএজ অভিনেত হিসেবে কাজ করেছেন। সফলও হয়েছেন। তবে বেশিরভাগ সময় এরা ব্র্যান্ডিং বিজ্ঞাপনের প্রধান হিসাবেই পর্দায় নিজের উপস্থিতি জানান দেন। এই দলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আগেই ছিলেন। এবার নাম লেখালেন টিভি সিরিজে।

ফুটবলের মতো মিডিয়াতেও মেসির বেশ চাহিদা রয়েছে। যে কারণে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে আর্জেন্টাইন জাদুকরকে। বিভিন্ন খাবারের বিজ্ঞাপন থেকে শুরু করে পেপসি এবং ‘লে’স পটেটো;র বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। অ্যাডিডাসের সাথে তার কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই।

এবার সম্পূর্ণ নতুন একটি প্রজেক্টে দেখা যাবে মেসিকে। মেসি যে দৃশ্যে হাজির হবেন সেটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এখানে তাকে সম্পুর্ণ নতুনরূপে উপস্থাপন করা হয়েছে। আমরা তাকে যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে একেবারে ভিন্ন৷ একটি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মেসি।

মেসির কাজ করা টিভি সিরিজটি হলো ‘লস প্রটেক্টরেস’। এই সিরিজটি আর্জেন্টিনায় খুব জনপ্রিয়। এটার দ্বিতীয় সিজনে ছোট একটি চরিত্রে দেখা যাবে মেসিকে। মাত্র কয়েকদিন আগেই তিনি তার অংশের দৃশ্য ধারণ শেষ করেছেন। মেসির অভিনয়ের বিষয়টি সিরিজের প্রযোজক নিজেই সবার সঙ্গে শেয়ার করেছেন।

তবে ভক্তদের জন্য একটি দুঃসংবাদও আছে। তা হলো, এখনই মেসিকে টিভি পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে না তাদের। মেসিকে দেখার জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। ২০২৩ সালে প্রকাশিত হবে ‘লস প্রটেক্টরেস’ এর দ্বিতীয় পর্ব। আপাতত ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে মেসি ভক্তদের।

‘লস প্রোটেক্টোরেস’-এর দ্বিতীয় সিজনের শুটিং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস সহ বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছিল। তবে মেসির অংশটুকু তার বাড়িতে রেকর্ড করা হয়েছে। চলতি বছরে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। সেখানেই ধারণ করা হয়েছিল ক্ষুদসে জাদুকরের অংশটুকু।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের জন্য আঙুল ছাড়াও খেলতে রাজি দোন্নারুমা

দেশের জন্য আঙুল ছাড়াও খেলতে রাজি দোন্নারুমা

খেলোয়াড় কেনা-বেচায় পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন চেলসি কোচ টুখেল

খেলোয়াড় কেনা-বেচায় পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন চেলসি কোচ টুখেল

পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

পুরোনো চুক্তির উপর নির্ভর করেছে অ্যাসেন্সিওর রিয়াল ভাগ্য

ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল

ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল