উয়েফা নেশনস কাপে বিশাল হার দিয়ে যাত্রা শুরু করেছিল ফিফা র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা বেলজিয়াম। তাদেরকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। তবে ঘুরে দাঁড়াতে সময় নিলো না বেলজিয়ানরা। নিজেদের দ্বিতীয় ম্যাচেই পোল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে ৬-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।
এই ম্যাচে দুই দলই তাদের পুরো শক্তির দল নিয়ে মাঠে নামে। যদিও পোল্যান্ড শিবিরে অনুপস্থিত ছিলেন তাদের গুরুত্বপূর্ণ তারকা রোমেলু লুকাকু। অন্যদিকে, দীর্ঘ সময় পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেন বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ড। ফেরার ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি বেলজিয়ান তারকা।
বাংলাদেশ সময় বুধবার (৮ জুন) দিবাগত রাতে ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল উপহার দিতে থাকে বেলজিয়াম। প্রথম গোলের সুযোগটাও তৈরি করেন হ্যাজার্ড। চতুর্থ মিনিটের মাথায় বক্সের ভিতর থেকে তার ডান পায়ের জোরালো শট উড়ে যায় গোলপোস্টের ডানদিক দিয়ে।
ম্যাচের ১১তম মিনিটে সহজ সুযোগ মিস করেন কেভিন ডি ব্রুইন। বক্সের বাইরে থেকে ইয়ানিক ক্যারাস্কোর বাড়ানো উচু বলে শট নিয়েছিলেন ম্যানসিটি তারকা। তবে বল উড়ে যায় অনেক বাইরে দিয়ে। অবশেষে ২৮তম মিনিটে অবসান হয় গোল মিসের মহড়া। তবে বেলজিয়াম নয়, গোল পেলো পোল্যান্ড।
সেবাস্তিয়ান জাইমানস্কি থ্রু বাড়িয়েছিলেন বক্সের মাঝখানে থাকা রবার্ট লেভানডোভস্কির দিকে। বেলজিয়াম রক্ষণের অসাবধানতার সুযোগ নিয়ে বা পায়ের দুর্দান্ত শটে থিবো সাইমন মিগনোলেটকে পরাস্ত করেন পোলিশ তারকা। গোল খেয়ে জেগে ওঠে বেলজিয়াম। ম্যাচের শেষ অবধি তারা গোলবন্যায় ভাসিয়ে দেয় প্রতিপক্ষকে।
প্রথমার্ধের শেষ সময়ে বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। ম্যাচের ৪২তম মিনিটে তার দিকে পাস বাড়িয়েছিলেন টিমোথি কাস্টেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন উইটসেল। বিরতির পর আরও ভয়ঙ্কর রূপে ধরা দেয় বেলজিয়াম। গুনে গুনে পাঁচ গোল দেয় প্রতিপক্ষের জালে।
ম্যাচের ৫৯ মিনিটে হ্যাজার্ডের পাসে ম্যাচে দলকে এগিয়ে নেন ডি ব্রুইন। এর ১৪ মিনিট পর পোলিশদের জালে আরেক গোল দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। মিচি বাতশুয়াইয়ের পাসে বা পায়ের শটে গোলটি করেন তিনি। ৮০ মিনিটে আবারো ট্রসার্ডের গোল। এবার সহায়তাকারী ক্যারাস্কো। তার কর্নারে ব্যবধান ৪-১ করেন ট্রসার্ড।
এর তিন মিনিট পর স্কোর শিটে নাম্ লেখান লিয়েন্ডার ডেন্ডনকার। শেষের দিকে যোগ করা সময়ে পোলিশদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন লোইস ওপেনদা। থরগান হ্যাজার্ডের থ্রু বলে ছয় গজ বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন্ম তিনি।
এই জয়ে লিগ ‘এ’ তে চার নাম্বার গ্রুপে সমান দুই ম্যাচে ১ জয় ও ১ হারে নিয়ে দুই নাম্বারে অবস্থান করেছে বেলজিয়াম। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে পোল্যান্ড। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্তাহ্ন করেছে নেদারল্যান্ডস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি