কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণে ‘ভিশন-২০২২’ ঘোষণা করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তবে প্রাক বাছাইপর্বের বাধাই পেরোতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। হাতাশার সুরে কাজী সালাউদ্দিন এবার জানালেন, ‘বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে তা জানা নেই।
বাংলাদেশ ফুটবলের স্বর্ণালী সময় হারিয়ে গেছে বহু আগেই। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলেও নেই কোনো সাফল্য। আর র্যাঙ্কিংয়ে তো নেমে গেছে ১৮৮ নম্বরে।
দুই দিনের সফরে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। সেই ট্রফি নেওয়ার দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেই বাফুফে সভাপতি জানান, বাংলাদেশ কবে বিশ্বকাপে খেলবে সেই উত্তর তার কাছে নেই।
বলেন, “এটা কেউ বলতে পারবে না। আমরা খালি চেষ্টা করতে পারি এবং কাজ করে যেতে পারি। বিশেষ করে মূল কাজটা খেলোয়াড়দের। কোচ ও ক্লাবগুলোকে একসাথে করে আমরা অর্গানাইজ করে দেবো।”
সেই ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতির পদ সামলাচ্ছেন সালাউদ্দিন। এই সময়ে ফুটবলের কি উন্নয়ন হয়েছে সেই বিষয়ে থাকা প্রশ্ন এড়িয়ে গিয়ে এই ফুটবল কর্তা বলেন, “এটার উত্তর আরেক সময় দেবো। ব্যাপারটা খুবই জটিল।”
বিশ্বকাপ ফুটবল আসলেই দেশজুড়ে তৈরি হয় আলাদা উন্মাদনা। বিশ্বকাপ ট্রফি সেই উন্মাদনাই তৈরি করবে আলাদা আবেগ। তবে ফিফার প্রোটোকলের বাইরে বেশি সমর্থকদের ট্রফি দেখার সুযোগ করে দেওয়া যাবে না বলেও জানান তিনি।
বলেন, “হাজার হাজার লোক দেখতে চাচ্ছে। ফিফার কিছু প্রোটোকল আছে। প্রোটোকলের বাইরে কিছুই করতে পারবো না।”
কাতার বিশ্বকাপের ট্রফি দেশে নিয়ে আসতে পেরে সংগঠক হিসেবে সফল ভাবছেন বাফুফে সভাপতি। শুধু তাই নয়, এই ট্রফি ফুটবলার ও কোচদের অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।
বলেন, “বাফুফের একজন সংগঠক হিসেবে অনেক চেষ্টা করে ট্রফিটাকে এখানে এনেছি। ভবিষ্যতে আমরা তো আর ফুটবল খেলতে পারব না। খেলবে খেলোয়াড়রা, কোচরা। এটা যেন খেলোয়াড়, কোচ ও ক্লাবদের অনুপ্রাণিত করে।”
দুই দিনের সফরে বুধবার (৮ জুন) বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বৃহস্পতিবার (৯ জুন) রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে সাধারণ মানুষের দেখার জন্য সেখানে ট্রফি রাখা হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর