ইতালির কিংবদন্তি খেলোয়াড় জিয়ানলুইজি বুফনের অবসরের পর জাতীয় দলের গোলপোস্টের নিচে অনেকদিন ধরেই নির্ভরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন জানলুইজি দোন্নারুমা। দলের নিয়মিত মুখ তিনি। তবে ‘এক নম্বর’ জার্সিটা পড়তেন অন্য কেউ। এবার নেশনস কাপ দিয়ে শুরু হলো তার নতুন যাত্রা।
নেশনস কাপে ইতালির এক নম্বর জার্সির সঙ্গে অধিনায়কত্বের দায়িত্বটাও পেয়েছেন পিএসজি গোলরক্ষক। শেষ দুই ম্যাচে দোন্নারুমার বাহুতেই দেখা গেছে দলনায়কের আর্মব্যান্ড। এ জিনিসটা অনুপ্রেরণা হয়ে থাকলো এই গোল্ররক্ষকের জীবনে। দোন্নারুম্মা জানালেন জার্সির জন্য তিনি সব কিছুই ত্যাগ করতে রাজি।
ইতালির অধিনায়ক বলেন, ‘এক নম্বর জার্সি পরা ও অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। এই জার্সির জন্য, আমি একটি আঙুল ছাড়াও খেলতে রাজী। আমি মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। আমি এই জার্সি যতো দিন সম্ভব পরে থাকতে চাই। ইতালির হয়ে খেলতে চাই।’
তরুণদের নিয়ে গঠিত এই দলটা নিয়ে জয়ের ধারায় ফেরায় দারুণ উচ্ছ্বসিত দোন্নারুমা। তিনি বলেন, ‘দলের জয়ে আমরা দারুণ খুশি। আমরা আবার একত্রে থাকার ও কঠোর পরিশ্রম করার তাগিদ অনুভব করছি। সব নতুন ছেলেরা সত্যিই আমাদের একটি দারুণ কার্যকরী হয়ে উঠছে।’
এদেরকে নিয়েই এগিয়ে যেতে চান জানিয়ে আজ্জুরিদের অধিনায়ক বলেন, ‘আমরা এই ঐক্যের অনুভূতি নিয়ে এগিয়ে যাবো। আমরা জানি দলে অনেক কিছুই নতুন, অনেক পরিবর্তন আসছে নতুন শুরুর জন্য।’
নেশনস কাপে জার্মানির সঙ্গে ড্র দিয়ে শুরু করে ইতালি। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেি হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। দুই তরুণ নিকোলো বেরেল্লা ও লোরেঞ্জো পেল্লেগ্রিনির গোলে এগিয়ে যাওয়ার পর জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ব্যবধানটা কমে যায়।
২০১৬ সালে মাত্র ১৭ বছর ৬ মাস বয়সে ইতালির জার্সি গায়ে মাঠে নামেন দোন্নারুমা। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৪৫টি ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছেন তিনি। তাতে ২৮টি সেভের বিপরীতে গোল হজম করেছেন ২১টি। দেশের হয়ে জিতেছেন ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি