হাঙ্গেরিকে হারিয়ে জয়ের মুখ দেখলো ইতালি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ০৮ জুন ২০২২
হাঙ্গেরিকে হারিয়ে জয়ের মুখ দেখলো ইতালি

উয়েফা নেশনস কাপে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল হাঙ্গেরি। সেই ধারাটা ধরে রাখতে ইতালির বিপক্ষে মাঠে নেমেছিল তারা। তবে এবার আর হলো না। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে তাদেরকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে রবার্তো মানচিনির দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুন) ঘরের মাঠে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ইতালি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় তারা।। তবে মাত্তেও পলিতানোর কর্নারে ডি-বক্সে ডিফেন্ডার মানচিনির হেড গিয়ে জমা হয় হাঙ্গেরি গোলরক্ষক দেনেস দিবুসের গ্লাভসে।

২১তম মিনিটে আবারও আক্রমণে ইতালি। পলিতানোর কর্নারে মানচিনির আরেকটি হেড, এবারও দারুণ দক্ষতায় সেটি ফেরান দিবুস। খানিকবাদেই ২৫ মিনিটের মাথায় ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে কাঁপিয়ে দেন রোল্যান্ড সালাই। পাঁচ মিনিট পরই এগিয়ে যায় ইতালি।

৩০তম মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ডান পায়ের জোরালো শট নেন নিকোলো বারেল্লা। ইন্টার মিলানের মিডফিল্ডারের শট দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা ইতালি। তাতে বিরতির আগে দ্বিগুণ হয় ব্যবধান। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি থেকে কাটব্যাক করেন পলিতানো। ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন লরেন্সো পেল্লেগ্রিনি।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান কমানোর ভালো একটি সুযোগ পায় হাঙ্গেরি। তবে সালাইয়ের ভলি ঝাঁপিয়ে ঠেকান দোন্নারুম্মা। পরের মিনিটেই পলিতানোর বাঁ পায়ের জোরাল শটে বল ক্রসবারে লাগে। তবে ৬১তম মিনিত এভুল করে বসে ইতালি। আত্মঘাতী গোল করে বসেন মানচিনি। আতিলা ফিওলার ডান দিক থেকে বাড়ানো নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান তিনি।

তাতে অবশ্য জয় পেতে হয়নি। বাকি সময়টা দেখেশুনেই পার করে দেয় মানচিনির দল। এই ম্যাচ দিয়ে ১৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে দেখা হলো দল দুটির। সবশেষ দেখায় ২০০৭ সালে প্রীতি ম্যাচে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল হাঙ্গেরি।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তিন নম্বরে জার্মানির পয়েন্ট ২, ইংল্যান্ডের ১। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ইংল্যান্ডের মাঠে খেলবে ইতালি। ঘরের মাঠে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

অটিস্টিক শিশুকে ‘রক্ষা করে’ কৃতজ্ঞতায় ভাসছেন ক্যানসেলো

অটিস্টিক শিশুকে ‘রক্ষা করে’ কৃতজ্ঞতায় ভাসছেন ক্যানসেলো

আরও এক বছর বাকি আছে, গুজবে কান দিচ্ছি না: পচেত্তিনো

আরও এক বছর বাকি আছে, গুজবে কান দিচ্ছি না: পচেত্তিনো

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়: সান্তোস

রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়: সান্তোস