নেশনস কাপে ইংলিশদের শুরুটা ভালো হয়নি। হাঙ্গেরির বিপক্ষে হেরে আসর শুরু করে তারা। সেই ধারা বজায় রেখে আবারও হারের শঙ্কায় পড়েছিল ইংলিশরা। তবে শুরুর ছন্দহীনতা ঝেড়ে ফেলে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে দলের মান রক্ষা করলেন হ্যারি কেইন। তাতে জার্মানদের মাঠ থেকে ১-১ গোলের ড্রতে এক পয়েন্ট নিয়ে ফিরেছে গ্যারেথ সাউথগেটের দল।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুন) রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটিতে ইয়োনাস হফমানের গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর ইংলিশদের সমতা টানেন কেইন।
এদিন ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে বেশ ভুগতে দেখা যায়। প্রথমার্ধে তাদের পারফরম্যান্সে ছিল না ছন্দ। সেই সুযোগে শুরু থেকে চাপ বাড়ায় জার্মানি। তাতে ম্যাচের ২৩তম মিনিটেই গোল পেতে পারতো তারা। এক সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল ধরে দুর্দান্ত গতিতে সবাইকে পেছনে ফেলে জালে বল পাঠান ইয়োনাস হফমান। তবে অফসাইডের পতাকা তোলেন রেফারি, ভিএআরেও তা বহাল থাকে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি সুযোগ পায় জার্মানি। ৪৫তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষকের হাতে তুলে দিয়ে হতাশ করেন তরুণ বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এরপর যোগ করা সময়ে দুটি সহজ সুযোগ মিস করে ইংল্যান্ড। দুইবারই লক্ষ্য ঠিক রাখতে ব্যর্থ হন বুকায়ো সাকা।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের পাস ডি-বক্সে পেয়ে বুলেট গতির শটে গোলটি করেন হফমান। হাতে বল লাগলেও গ্লাভসে বন্দি করতে পারেননি গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
গোল খেয়েই জেগে ওঠে ইংলিশরা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ৫৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যাসন মাউন্ট। অবশেষে ম্যাচের একদম শেষ মুহূর্তে ৮৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংলিশরা।
ডি-বক্সে হ্যারি কেইনকে পেছন থেকে ফাউল করে বসেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমে পেনাল্টি দেননি রেফারি। তবে ভিএআরে অনেক্ষণ ধরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। নিখুঁত স্পট কিকে বাকি কাজটা সম্পন্ন করেন কেইন। এ নিয়ে জাতীয় দলের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ হলো তার।
ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসলেন কেইন। পেছনে ফেললেন স্যার ববি চার্লটনকে। তবে তিন গোল বেশি নিয়ে এখনো শীর্ষে ওয়েইন রুনি। এই জয়ের পরও টেবিলের তলানিতে ইংল্যান্ড। দুই পয়েন্ট নিতে তিন নম্বরে আছে জার্মানি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি