ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের ম্যানচেস্টার সিটি অধ্যায় প্রায় শেষ। মৌসুম শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল, নতুন মৌসুমে ইতিহাদে থাকবেন না তিনি। তবে পরবর্তী গন্তব্য এখনও ঠিক হয়নি। এরমধ্যে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে। তবে জেসুসের জন্য রিয়ালকে ৫০ মিলিয়ন ইউরো গুণতে হবে বলে জানিয়ে দিয়েছে ম্যানসিটি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে জেসুরের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। তবে এখনই দুই পক্ষ নিজেদের সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে। জেসুসের জন্য সঠিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে ইংলিশ ক্লাবটি।
জেসুসকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল, টটেনহ্যাম ও চেলসি। ইংল্যান্ডের বাইরে থেকে স্প্যানিশ ক্লাব রিয়ালও জেসুসকে দলে পেতে চায়। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি জেসুসকে দলে পেতে আগ্রহী।
২০২১-২২ মৌসুম শেষ হওয়ার কিছদিন আগে জেসুসের এজেন্ট বলেছিলেন আর্সেনালের সাথে চুক্তির ব্যাপারে তারা মৌখিকভাবে সম্মত হয়েছেন। আর্সেনালের ক্রীড়া পরিকল্পনাও তাদের পছন্দ হয়েছে। তবে এরপর আর কোনো কিছুই এগোয়নি।
জেসুসের নতুন ঠিকানা হতে পারে আর্সেনাল!
এর মধ্যে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। জেসুসের বেতন খুব বেশি না হলেও একেবারেও কম নয়। সিটিতে এক বছরের জেসুসের আয় ছিল সাত মিলিয়ন ইউরোর বেশি। রিয়াল মাদ্রিদ যদি জেসুসকে দলে ভেড়ায় সেক্ষেত্রে সেখানেও তার একই রকম বেতন হওয়ার কথা।
তবে শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী জেসুসের সিটি পরবর্তী ঠিকানা কোথায় হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আর্সেনাল বা টটেনহ্যামেও যেতে পারেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন জেসুস। কখনোই সিটির একাদশে নিয়মিত হতে পারেননি তিনি। সিটিজেনদের জার্সি গায়ে ১৫৯ ম্যাচে ৫৮ গোল করেছেন তিনি।নতুন মৌসুমে আরলিং হল্যান্ড ও জুলিয়ান আলাভেরেজের আগমন তাকে তার জায়গা নিয়ে আরও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। ফলে ইতিহাদ ছেড়ে যাচ্ছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি