অটিস্টিক শিশুকে ‘রক্ষা করে’ কৃতজ্ঞতায় ভাসছেন ক্যানসেলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৭ জুন ২০২২
অটিস্টিক শিশুকে ‘রক্ষা করে’ কৃতজ্ঞতায় ভাসছেন ক্যানসেলো

ক্রীড়াঙ্গনে ভক্তদের আবদার পূরণ করা কিংবা তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে খেলোয়াড়দের এগিয়ে আসার নজির নতুন কিছু নয়। এবার তেমনই নজির গড়লেন ম্যানচেস্টার সিটির পর্তুগিজ তারকা জোয়াও ক্যানসেলো। এক অটিস্টিক শিশুকে রক্ষা করে কৃতজ্ঞতার জোয়ারে ভাসছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারনী ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে ম্যানচেস্টার সিটি ভক্তরা। তারা নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মাঠে প্রবেশ করে। এদের মধ্যে একজন অটিস্টিক শিশুও ছিল। কিছু না বুঝে উত্তেজিত হয়ে সেও সবার সঙ্গে দৌড় শুরু করে।

ব্যাপারটা নজরে আসে জোয়াও ক্যানসেলোর। বিপদ আচ করতে পেরে অজস্র মানুষের ভীড়ে শিশুটিকে আগলে রাখেন ক্যানসেলো। এই ঘটনার পর শিশুটির মা ক্যানসেলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, ১০ বছর বয়সী শিশুটির নাম অলি গর্ডন। সে তার বাবার সঙ্গে খেলা দেখতে গিয়েছিল। অলির মা লরেন গর্ডন ম্যানচেস্টার ইভিনিং নিউজকে বলেন, ‘অলি অটিজমে আক্রান্ত। সে বিপদ বা অন্য কিছু সম্পর্কে সচেতন নয়। তাই উত্তেজিত হয়ে দৌড়াতে শুরু করেছে।’

অলি দৌড় শুরু করার পর লরেন তার স্বামী লি গর্ডনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে তিনি দেখলেন, অলিকে ক্যানসেলো জড়িয়ে ধরেছে এবং যত্ন নিচ্ছে। শিশুটির বাবা না আসা পর্যন্ত পর্তুগিজ ডিফেন্ডার তার সাথেই ছিলেন। মহানুভবতার জন্য ক্যানসেলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অলির মা।

লরেন বলেন, ‘সেই লোকটির (ক্যানসেলো) উচিত ছিল চিৎকার করে চারপাশে দৌড়ানো এবং জয় উদযাপন করা। তার পরিবর্তে সে একটি ছোট ছেলের দেখাশোনা করেছে।’ লরেন ক্যানসেলোর জন্য ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন, সেই সাথে নিশ্চিত করেছেন যে ক্যানসেলো এখন অলির প্রিয় খেলোয়াড়।

‘তিনি (ক্যানসেলো) আগে তার (অলির) দ্বিতীয় প্রিয় খেলোয়াড় ছিলেন। এখন তিনি অবশ্যই তার প্রথম পছন্দের খেলোয়াড়। আমার কাছে ক্যানসেলোকে ধন্যবাদ দেওয়ার মতো যথেষ্ট শব্দ নেই। তা ছাড়া তিনি সম্ভবত ধন্যবাদ পাওয়ার জন্য এসব কাজ করেন না।’ – লরেন যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন কোচের অধীনে পিএসজিতে ভালো করবে মেসি, মত মারিয়ার

নতুন কোচের অধীনে পিএসজিতে ভালো করবে মেসি, মত মারিয়ার

আরও এক বছর বাকি আছে, গুজবে কান দিচ্ছি না: পচেত্তিনো

আরও এক বছর বাকি আছে, গুজবে কান দিচ্ছি না: পচেত্তিনো

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেন জেমস মিলনার

সাদিও মানের জন্য প্রস্তাব পাঠালো বায়ার্ন, ফিরিয়ে দিল লিভারপুল

সাদিও মানের জন্য প্রস্তাব পাঠালো বায়ার্ন, ফিরিয়ে দিল লিভারপুল