লিওনেল মেসিকে অনেক আশা নিয়ে দলে ভিড়িয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএজসি)। অভিষেক মৌসুমে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি আর্জেন্টাইন ফুটবলার। পিএসজিতে বর্তমান কোচ মারিও পচেত্তিনোকেও অনেকে এর জন্য দায়ী করে থাকেন। গুঞ্জন রয়েছে খুন দ্রুতই কোচকে বিদায় বলে দিতে পারে ফরাসি ক্লাবটি। সদ্য ক্লাব ছেড়ে যাওয়া পিএসজির সাবেক ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, কোচ বদল হলে মেসি আরও ভালো করবে।
শেষ কয়েক বছরে ফুটবল বিশ্বের একাধিক তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটির অন্দরমহল তারকায় ঠাসা। তারপরও কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারেনি তারা।
ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে একাধিক শর্ত দিয়েছিলেন। সেখানে পিএসজির বর্তমান কোচ পচেত্তিনোকে বিদায় দেওয়া অন্যতম। গুঞ্জন রয়েছে পিএসজির একাধিক তারকা খেলোয়াড় পচেত্তিনোকে পছন্দ করেন না।
সদ্য সাবেক হওয়া আর্জেন্টাইন ফুটবলার ডি মারিয়া যেন সেই গুঞ্জন আরও উসকে দিলেন। পরোক্ষভাবে বোঝালেন পচেত্তিনো আছে বলেই মেসি অভিষেক মৌসুমে ভালো করতে পারেনি।
মারিয়া বলেন, “মনে হচ্ছে তারাও (পচেত্তিনো) চলে যেতে চায়। বড় সম্ভাবনা আছে, আমার মনে হয় মেসি সামলাতে পারবে বিষয়টা। এটা (পচেত্তিনোর বিদায়) তাকে পরবর্তী মৌসুমে আরও ভালো করতে সাহায্য করবে।”
মেসি পিএসজির জার্সিতে মানিয়ে নেওয়া শুরু করেছেন বলে মত মারিয়ার। বলেন, “আমার মনে হয় মেসি উন্নতি করা (পিএসজির জার্সিতে) শুরু করেছে। মৌসুমের শেষের দিকে গোল করেছে, এসিস্ট করেছে এবং মানিয়ে নেওয়াও শুরু করেছে।”
অভিষেক মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগীতা মিলিয়ে ৩৪ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। সবচেয়ে বেশি লিগ ওয়ানে খেলেছেন ২৬ ম্যাচ, গোল করেছেন ৬টি। চ্যাম্পিয়নস লিগে ৭ ম্যাচে পাঁচ গোল রয়েছে আর্জেন্টাইন খুদে যাদুকরের। সব প্রতিযোগীতা মিলিয়ে ১৫টি এসিস্টও রয়েছে মেসির।
পচেত্তিনোর জায়গায় মরিনহোর কথা ভাবছে পিএসজি
মেসির আর্জেন্টাইন সতীর্থ মারিয়া সদ্য শেষ হওয়া মৌসুমেই পিএজিকে বিদায় বলে দিয়েছেন। পিএসজির হয়ে সাত বছরে ১৯৭ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৫৬টি। মারিয়ার পরবর্তী ঠিকানা হতে পারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা অথবা ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি