সুইজারল্যান্ডকে পেলেই বল পায়ে জাদু দেখাতে শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবারো ব্যক্তিক্রম হলো না । আরও একবার রোনালদোর কাছেই ধরাশয়ী হলো সুইসরা। নিজে করলেন জোড়া গোল, সতীর্থকে দিয়েও করালেন। তাতে নেশনস লিগে সুইসদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল।
পর্তুগালের লিসবনে বাংলাদেশ সময় রোববার রাতে (৫ জুন) ম্যাচের শুরুতেই গোল পেয়ে যেতে পারতো সুইসরা। তবে বল জালে জড়ালেও ফাবিয়ান শারের হাতে লাগায় হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। পরের সময়টুকু পর্তুগালের দাপট। শুরুটা ম্যাচের পঞ্চাদশ মিনিটে।
ম্যাচের ১৫তম মিনিটে রোনালদোর নিচু ফ্রি কিক দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল সহজেই লক্ষ্যে পাঠান কারবাইয়ো। গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পর্তুগাল। করতে থাকে একের পর এক আক্রমণ।
আক্রমণের জের ধরেই ম্যাচের ৩৫৬ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষের একটি আক্রমণ সামলে নিয়ে পাল্টা আক্রমণে ব্রুনো ফার্নান্দেজ পাস বাড়ান দিয়েগো জটাকে। জটা পাস বাড়ান পেছনে থাকা রোনালদোকে। মুহূর্ত দেরি না করে জোরালো শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক।
৩৯ মিনিটে আবারও দৃশ্যপটে রোনালদো। এবারও আক্রমণের শুরুতে ছিলেন ফার্নান্দেজ। তার বাড়ানো বল ধরে নুনো মেন্ডিস পাস দেন বক্সের মুখে। সেখানে থাকা জটার প্রথম প্রচেষ্টা কোনোমতে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি কোবেল। সুযোগ বুঝে জায়গায় দাঁড়ানো রোনালদো অনায়াসে বল ঠেলে দেন জালে।
প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ৬৮তম মিনিটে আবারও গোল। বের্নার্দো সিলভার থ্রু বল ধরে দারুণ ক্ষিপ্রতায এগিয়ে গিয়ে গোল্রক্ষককে পরাস্ত করেন জোয়াও ক্যানসেলো। পরের সময় আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগতিজরা।
একই রাতে অন্য ম্যাচে চেক রিপাবলিকের মাঠে ২-২ গোলে ড্র করেছে স্পেন। পরের ম্যাচে বৃহস্পতিবার (৯ জুন) চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পর্তুগাল। একইদিন সুইজারল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেন। দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পর্তুগাল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি