ইতালির বিপক্ষে সবকিছু করেও গোল না পাওয়ার ‘ক্ষতি’ পুষিয়ে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই করলেন পাঁচ গোল। মেসির জাদুকরী ফুটবলে এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে আর্জেন্টিনা।
রোববার (৫ জুন) দিনগত রানে স্পেনের স্তাদিও এল সাদারে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে পাঁচটি গোলই করেছেন মেসি।
ম্যাচের পুরো সময় দাপট দেখিয়ে খেলা আর্জেন্টিনা শুরুতেই এগিয়ে যায়। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা এস্তোনিয়া চাপে পড়ে নিজেদের রক্ষণভাগ সামলিয়েই সময় কাটিয়েছে। ম্যাচের ৮ম মিনিটে সফল স্পট কিক থেকে দলকে প্রথম গোল এনে দেন মেসি। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
গত ম্যাচে ইতালির বিপক্ষে গোল ছাড়া দলের জন্য সবকিছু করেছিলেন মেসি। সেই ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির এত পরিবর্তন দেখে অনেকে অবাক হলেও খেলায় তেমন একটা প্রভাব পড়েনি। বরং মেসির পায়ের যাদুতে বিধ্বস্ত হয়েছে এস্তোনিয়া।
আক্রমণ অব্যাহত রাখলেও দ্বিতীয় গোল পেতে বেশ সময় লেগেছে আর্জেন্টিনার। এর মাঝে ম্যাচের ২৭তম মিনিটে এস্তোনিয়ার প্রতি-আক্রমণে উল্টো গোল হজম করার শঙ্কায় পড়েছিল তারা। যদিও চমৎকার এক স্লাইডে গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি দলকে সে লজ্জা থেকে রক্ষা করেছেন।
বিরতিতে যাওয়া আগে ৪৫তম মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ডি-বক্সে আলেহান্দ্রো গোমেসের কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন। যদিও এর আগে ৩৮তম মিনিটে মেসির বাঁকানো শটটি লক্ষ্যভ্রস্ট হয়।
২-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক গোল পূরণ করেন মেসি। ম্যাচের ৪৭তম মিনিটে নাউয়েল মোলিনার নিচু ক্রসে বল ধরে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। আর্জেন্টিনার হয়ে মেসির এটি অষ্টম হ্যাটট্রিক গোল।
হ্যাটট্রিক কলেও ক্ষান্ত হয়নি আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের ৭১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে চতুর্থ এবং ৫ মিনিট পর ৭৬তম মিনিটে গোলর স্কোরলাইন ৫-০ করেন তিনি। একই সাথে দেশের হয়ে ৮৬তম গোল পূর্ণ করেন মেসি।
স্পোর্টসমেইল২৪/আরএস