জয়ের জন্য ব্রাজিলের নেইমার যাদুর প্রয়োজন নেই: কোচ তিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৫ জুন ২০২২
জয়ের জন্য ব্রাজিলের নেইমার যাদুর প্রয়োজন নেই: কোচ তিতে

ব্রাজিলের খেলা মানেই গ্যালারিজুড়ে থাকে নেইমার নেইমার রব। তবুও দলের সবচেয়ে বড় সুপারস্টারকে দলের জয়ের জন্য নির্ভরশীল ভাবেন না কোচ তিতে। তার মতে নেইমারকে ছাড়াই ব্রাজিল ম্যাচ জিততে পারে বলে মনে করেন।

সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ওই ম্যাচে ক্যারিয়ারের ৭২ ও ৭৩তম গোল করে তিতের কাছে নিজের গুরুত্ব তুলে ধরেছেন নেইমার।  ওই দুটি গোল নেইমারকে পৌঁছে দিয়েছেন সর্বকালের সেরা তারকা পেলের সর্বোচ্চ গোলের রেকর্ডের আরো কাছে। ৭৭ গোল করে সবার উপরে অবস্থান করছেন পেলে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ জিতে এবার ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষে এশিয়ার আরেক জায়ান্ট জাপান। সোমবারের (৬ জুন) ম্যাচের আগে তিতে জানান নেইমারের উপর নির্ভরশীল নয় ব্রাজিল। আরও জানান, নতুন প্রজন্মের খেলোয়াড়রা দায়িত্ব ভাগাভাগি করে নিতে প্রস্তুত। 

তিতে বলেন, “দীর্ঘ সময় ধরে আমি জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছি। এই সময়কালে আমি যেমন অনেক ভুল করেছি, তেমনি ভালো সিদ্ধান্তও নিয়েছি। আমাদের নতুন প্রজন্ম এগিয়ে এসেছে। যে ভালো সিদ্ধান্তটি আমি নিয়েছি তা হলো অনেক খেলোয়াড়কে নিয়ে চেষ্টা করা। এখন আমরা একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের উপর নির্ভরশীল নই।”

সর্বশেষ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী ব্রাজিল ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারায়। রিচার্লিসন ও ব্রুনো গুইমারায়েসের মতো অলিম্পিক তারকারা তিতের সিনিয়র স্কোয়াডকে পরিবর্তনশীল দিয়েছে। যেটিকে সহকারী কোচ সিজার সাম্পায়ো ‘মধুর সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন।

সাবেক এই মিডফিল্ডার বলেন, “অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে এখন  জাপানে স্বর্ণপদক জয়ী খেলোয়াড়রা একাকার হয়ে গেছে। আমাদের এখন প্রচুর খেলোয়াড় আছে, আক্রমনভাগে যাদের গতি ও সৃজনশীলতা রয়েছে।”

সোমবার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে জাপানকে হারিয়ে দুই ম্যাচের এশিয়া সফরের ইতি টানতে চায় ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লিডসের হাতে ঝুলে আছে রাফিনহার ভাগ্য

লিডসের হাতে ঝুলে আছে রাফিনহার ভাগ্য

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এমারসন

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এমারসন

পেলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আরও কাছে নেইমার

পেলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আরও কাছে নেইমার

চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়ালকে বিদায় বললেন মার্সেলো

চ্যাম্পিয়নস লিগ জিতে রিয়ালকে বিদায় বললেন মার্সেলো