লেভানডোভস্কির উপর চটেছেন বায়ার্ন সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৫ জুন ২০২২
লেভানডোভস্কির উপর চটেছেন বায়ার্ন সভাপতি

পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কিকে নিয়ে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মধ্যে রফাদফা চলছেই। বায়ার্নের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বার্সায় আসতে চান লেভানডোভস্কি। অথচ এখনো তার সঙ্গে চুক্তি রয়েছে জার্মান ক্লাবটির। চুক্তি নিয়ে এবার পোলিশ তারকার উপর চটেছেন বায়ার্ন সভাপতি হারবার্ট হাইনার।

লেভানডোভস্কি স্রেফ জানিয়ে দিয়েছেন, তিনি আর বায়ার্নে থাকতে ইচ্ছুক নয়। এই গ্রীষ্মেই বায়ার্ন ছাড়তে চান তিনি। ঐদিকে জার্মান ক্লাবটিও তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি নয়। উভয় পক্ষের এমন গো ধরা সিদ্ধান্তে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

লেভানডোভস্কি প্রকাশ্যই বায়ার্ন ছাড়ার ইচ্ছা পোষণ করেছিলেন। আর এই ব্যাপারপ্টাই পছন্দ হয়নি বায়ার্ন সভাপতি হাইনারের। এ নিয়েই পোলিশ তারকার উপর চটেছেন তিনি। লেভানডোভস্কিকে তিনি মনে করিয়ে দিলেন যে, ক্লাবের সাথে ২০২৩ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে।

হাইনার বলেন, ‘আমরা সবসময় বলেছি যে রবার্ট লেভানডোভস্কির সঙ্গে বায়ার্নের সাথে ২০২৩ সাল পর্যন্ত একটি চুক্তি রয়েছে। একজন খেলোয়াড়কে যদি চুক্তির শেষ দিন পর্যন্ত পুরো টাকা দিতে হয়, তখন আমরা কোথায় যাবো যদি সে চুক্তি শেষ করতে না পারে? এটা ঠিক নয়, এমনটা হতে পারে না।’

‘আমি কিছুটা অবাক হয়েছি যে রবার্ট জনসমক্ষে এসব বলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি যদি সে হতাম তবে আমি এটি করতে পারতাম না। সে দীর্ঘদিন ধরে বায়ার্নের সাথে আছে, সে আমাদের সাথে অনেক শিরোপা জিতিয়েছে।’ - হাইনার যোগ করেন।

বায়ার্ন সভাপতি আশা করছেন লেভানডোভস্কি বায়ার্নেই থাকবেন। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান যে এমন অবস্থানে আছি। আমাদের কোনো আর্থিক সমস্যা নেই। আমরা সেরা খেলোয়াড়কে পেতে চাই এবং রবার্ট সেরাদের একজন। আমি দৃঢ়ভাবে ধরে নিচ্ছি সে পরের মৌসুমে আমাদের হয়ে খেলবে।’

২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই আলো ছড়াচ্ছেন লেভানডোভস্কি। সময়ের সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন তিনি। জার্মান ক্লাবটিকে একাধিক বুন্দেসলিগা শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছেন পোলিশ তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মানে

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মানে

বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় জুভেন্টাস ছেড়েছি: চিয়েলিন্নি

বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় জুভেন্টাস ছেড়েছি: চিয়েলিন্নি

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

পচেত্তিনোর জায়গায় মরিনহোর কথা ভাবছে পিএসজি

পচেত্তিনোর জায়গায় মরিনহোর কথা ভাবছে পিএসজি