ক্লাব ও জাতীয় দলের হয়ে সেনেগাল তারকা সাদিও মানের সময়টা বেশ ভালো যাচ্ছে। চলতি বছর জাতীয় দলের হয়ে আফ্রিকা নেশনস কাপের পর ক্লাবের হয়ে জিতেছেন আরও দুটো শিরোপা। এবার জাতীয় দলের হয়ে গড়লেন আরেক রেকর্ড। সেনেগালের জার্সি গায়ে বসলেন সর্বোচ্চ গোলদাতার আসনে।
বাংলাদেশ সময় শনিবার (৪ জুন) রাতে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে বেনিনের বিপক্ষে এই কীর্তি গড়েন মানে। রেকর্ড গড়ার পথে মানে ছাড়িয়ে যান সেনেগাল কিংবদন্তি হেনরি কামারাকে। ২৯ গোল নিয়ে এতোদিন জাতীয় দলের হয়ে শীর্ষ গোলদাতা ছিলেন কামারা।
বেনিনের বিপক্ষে ম্যাচের আগে ২৯ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মানে ও কামারা। সাবেক খেলোয়াড়কে ছাড়িয়ে যেতে মানের প্রয়োজন ছিল ১ গোল। সেখানে তিন গোল করে ধরাছোঁয়ার বাইরে চলে যান লিভারপুল তারকা। মানের হ্যাটট্রিকে বেনিনকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে সেনেগাল।
এই রেকর্ড গড়তে কামারার চেয়ে ৯ ম্যাচ কম খেলেন মানে। ২৯ গোল করতে ১৯৯৯-০৮ সাল পর্যন্ত সেনেগালের হয়ে মোট ৯৯টি ম্যাচে নাঠে উপস্তিত ছিলেন কামারা। এই জায়গায় ২০১২-২২ সাল পর্যন্ত ৯০টি ম্যাচ খেলেই সাবেক খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন মানে।
বেনিনের বিপক্ষে ম্যাচের শুরুতে ১২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এঘিয়ে নেওয়ার পাশাপাশি কামারাকে ছাড়িয়ে যান মানে। এরপর ২২তম মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে দলের জয় নিশ্চিত করেন।
ঐদিকে লিভারপুল ছাড়ার বিষয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেছেন ৩০ বছ্র বয়সী এই ফুটবলার। মানে জানিয়েছেন, সেনেগালের বেশিরভাগ মানুষ যা চায়, তাকে তাই করতে হবে। সে হিসেবে নিজেদের সেরা তারকাকে ইংলিশ ক্লাবটিতে দেখতে চায় না সে দেশের ৬০-৭০ শতাংশ মানুষ। বাকি সিদ্ধান্ত মানের হাতে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি