সাদিও মানের লিভারপুল অধ্যায় প্রায় শেষ হওয়ার পথে। কোনোভাবেই হয়তো তাকে আর ধরে রাখতে পারবে না লিভারপুল। লিভারপুল ছাড়ার কারণ হিসেবে সেনেগালের মানুষের চাওয়ার কথা বলেছেন মানে। সেনেগালের মানুষ না চাওয়াতেই অলরেডদের ছেড়ে যাচ্ছেন তিনি।
প্রায় প্রত্যেক ফুটবলারের মুখেই শোনা যায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কিছুই তাদের উপর প্রভাব ফেলে না। সাদিও মানের বেলায় ঘটছে উল্টোটা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনেগালের মানুষের কমেন্ট দেখেই লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মানে। জানিয়েছেন তিনিও নিয়মিত দেখে কি হচ্ছে না হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বর্তমানে সেনেগালের হয়ে নেশনস লিগে অংশ নিচ্ছেন লিভারপুলের নাম্বার টেন। সেখানেই জানালেন সেনেগালের মানুষের মত দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি।মানে বলেন, “অন্য সবার মতো আমিও সামাজিক মাধ্যমে আছি এবং লোকের মন্তব্য দেখি। সেনেগালের ৬০-৭০ শতাংশ লোকে কি চায় না আমি লিভারপুল ছেড়ে দেই? তারা যা চায়, আমি সেটাই করব।”
লিভারপুল ক্যারিয়ারে সাদিও মানের যত অর্জন
লিভারপুলের সাথে চুক্তির এখনো এক বছরের বেশি সময় বাকি রয়েছে মানের। তবে আসন্ন গ্রীষ্মকালীন দলবদলেই মানের অ্যানফিল্ড ছেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নিজের ভবিষ্যৎ ঠিক করতে তাড়াহুড়ো করতে চান না সেনেগালের এই ফুটবলার। বরং ধীরেসুস্থে সিদ্ধান্ত নিতে চান তিনি।
বলেন, “শিগগিরই দেখতে পাবেন। তাড়ার কিছু নেই, কারণ সবাই মিলেই এটা দেখতে পারব। ভবিষ্যতই তা বলে দেবে।” এদিকে মানেকে দলে ভেড়াতে চায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
২০১৬ সালে ইংলিশ ক্লাব সাউদাম্পটান থেকে লিভারপুলে গিয়েছিলেন সাদিও মানে। ছয় বছরে ১৯৬ ম্যাচে ৯০ গোল করেছেন মানে। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত একটি চ্যাম্পিয়ন লিগ ও একটি ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতেছেন মানে।
স্পোর্টসমেইল/এসকেডি