রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্কটা আর লম্বা হচ্ছে না স্প্যানিশ ফুটবলার ইসকোর। নয় বছরের লম্বা অধ্যায় শেষে বার্নাব্যু থেকে বিদায় নিচ্ছেন তিনি। ইসকোর পরবর্তী ঠিকানা এখনও চূড়ান্ত হয়নি। তবে ইতালিয়ান ক্লাব রোমার কোচ হোসে মরিনহো ইসকোকে দলে পেতে আগ্রহী।
কোচ হিসেবে মরিনহোর সাফল্য আকাশ ছোঁয়া। যে ক্লাবেই গেছেন সাফল্য পেয়েছেন। ২০২১-২২ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছেন রোমাকে। ইতালিয়ান ক্লাবটির ১৪ বছরের শিরোপা খরা কেটেছে মরিনহোর অধীনে।
তবে শিরোপা জয়ের আনন্দে বসে নেই মরিনহো। ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ক্লাবে পুনর্বাসন দরকার। সাফল্য ধরে রাখতে স্কোয়াড ঢেলে সাজানো প্রয়োজন। দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর পর রোমাতে মরিনহোর প্রভাবশালী স্থান তৈরি হয়েছে। সমর্থকরা তাকে নিয়ে বাড়তি উন্মাদনা দেখাচ্ছে। ক্লাবের মালিক পক্ষও মরিনহোর প্রতি ভরসা রাখতে চায়।
রিয়ালের মাদ্রিদের সাবেক ফুটবলার ইসকোকে রোমাতে ভেড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন মরিনহো। পর্তুগিজ এজেন্ট জর্জ মেন্ডিসের সাথে ইসকোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন দ্যা স্পেশাল ওয়ান।
মেন্ডিসের মাধ্যমেই পোর্তো থেকে সার্জিও অলিভিয়েরাকে রোমায় নিয়ে আসছিলেন মরিনহো। ইসকোর এজেন্টও জর্জ মেন্ডিস। ফলে ইসকোকে রোমায় ভেড়ানোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী পর্তুগিজ কোচ।
রোমায় মরিনহোর কৌশলের সাথে ইসকোর খাপ নেওয়াটা সহজ হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। রোমায় সাধারণত ৩-৫-২ ও ৩-৪-২-১ ফরমেশনে খেলিয়েছেন তিনি। সেক্ষেত্রে মাঝ মাঠে ইসকো ভালো প্রভাব ফেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
অনন্য এক কীর্তিতে প্রথম মরিনহো
২০১৩ সালে স্প্যানিশ ক্লাব মালাগা থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন ইসকো। নয় বছরে ২৪৬ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে ৩৭টি গোল এসেছে ইসকোর পা থেকে। তবে শেষ কিছুদিন ধরেই রিয়াল একাদশে ব্রাত্য হয়ে পড়েছেন। এবার তো রিয়ালের সাথে সম্পর্কই ছিন্ন হয়ে গেলো এই স্প্যানিশ ফুটবলারের।
স্পোর্টসমেইল২৪/এসকেডি