পুতিনকে যুদ্ধ বন্ধের আহবান পেলের 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৩ জুন ২০২২
পুতিনকে যুদ্ধ বন্ধের আহবান পেলের 

ইউক্রেনজুড়ে চলা রাশিয়ান আগ্রাসন বন্ধের অনুরোধের ঘটনা নতুন কিছু নয়। রাশিয়ান রাষ্ট্রপতির কাছে কিংবদন্তি ফুটবলার পেলে এবার সেই পুরাতন অনুরোধটাই করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একাউন্ট থেকে পেলে এই অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ করেন পেলে। সেখানেই ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন বন্ধ করার অনুরোধ জানান।

খোলা চিঠিতে পেলে জানান, কোনো সহিংসতাই কাম্য নয়। সংঘাতময় পরিস্থিতির পথে না হেটে শান্তির পথে হাঁটা উচিত।

তিনি বলেন, “এই সহিংসা বন্ধ করুন। সহিংসতার পথে থাকার কোনো যুক্তি নেই।”

২০১৭ সালে রাশিয়া অনুষ্ঠিত হওয়া কনফেডারেশন কাপ চলাকালীন পুতিন ও পেলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সেই সময় পেলেকে তার প্রতি থাকা দূর্বলতার কথা জানান পেলে। সেই সুবাদেও পুতিনকে যুদ্ধ বন্ধের আহবান জানান পেলে।

 
 
 
View this post on Instagram

A post shared by Pelé (@pele)

পেলে আরও বলেন, “আমি বেশ কয়েকবছর আগে শপথ করেছি, সবসময় শান্তির পক্ষে কথা বলবো। যুদ্ধের বিপক্ষে কথা বলবো।”

উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ান সরকার বিশেষ অভিযানের নামে ইউক্রেনজুড়ে আগ্রাসন শুরু করে। শুরু থেকে বিশ্বের প্রায় সব দেশই রাশিয়া বিপক্ষে অবস্থান নিয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :