ঘাম ঝরানো ম্যাচে স্পেনের বিপক্ষে লজ্জা থেকে বাঁচলো পর্তুগাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৩ জুন ২০২২
ঘাম ঝরানো ম্যাচে স্পেনের বিপক্ষে লজ্জা থেকে বাঁচলো পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ম্যাচটি অল্পের জন্য হার এড়ালো পর্তুগাল। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা স্পেন প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ দিকে ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয়। সাত বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নামা রিকার্দো হোর্তা স্বস্তি ফেরান পর্তুগাল শিবিরি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতে সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। স্পেনের হয়ে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। পরে শেষ দিকে বদলি নেমে হোর্তা সমতায় টেনে পর্তুগালকে হারের লজ্জা থেকে রক্ষা করেন।

ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দুর্দান্ত এক প্রতি-আক্রমণে পর্তুগাল ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে মোরাতাকে খুঁজে নেন পাবলো সারাবিয়া। সেখান থেকে বিনা বাধায় গোল আদায় করে নেন আলভারো মোরাতা।

যদিও এর আগেই স্পেন ও পর্তুগাল দু’দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। ম্যাচের চতুর্থ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে গাভির শট রুখে দেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। এরপর ম্যাচের ১৮তম মিনিটে সুযোগ পেয়েও ক্রসবারের উপর দিয়ে বল মারেন রাফায়েল লেয়াও।

১-০ গোল এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। ম্যাচের ২৯তম মিনিটে কার্লোস সলেরের নেওয়া শট পর্তুগালের গোলরক্ষক বল ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

বিরতির পর নিজেদের নামের বিচার করতে পারছিল না পর্তুগাল। এলোমেলো দলকে বাঁচাতে মিডফিল্ডার ওতাভিওকে তুলে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান পর্তুগাল কোচ। তবে মাঠে নেমে জাতীয় দলের হয়ে তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি।

হেরে যাওয়ার লজ্জায় থাকা পর্তুগালের কোচ লেয়াওকে উঠিয়ে হোর্তাকে মাঠে নামান। মাঠে নেমে ম্যাচের ৮২তম মিনিটের গোল করে দলকে হারের লজ্জা থেকে বাঁচান তিনি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তারকা হয়েও বিশ্বকাপ মঞ্চে গোল পাননি যারা

তারকা হয়েও বিশ্বকাপ মঞ্চে গোল পাননি যারা

‘পর্তুগাল একমাত্র রোনালদো নির্ভর দল নয়’

‘পর্তুগাল একমাত্র রোনালদো নির্ভর দল নয়’

২০২৬ পর্যন্ত ম্যানইউতে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ

২০২৬ পর্যন্ত ম্যানইউতে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ

অবশেষে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল

অবশেষে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল