স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইউক্রেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ০২ জুন ২০২২
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইউক্রেন

রাশিয়ান আগ্রাসনের মধ্যে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নেমেই ইউক্রেনের বাজিমাত। যুদ্ধ বিধ্বস্ত দেশটি স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে। স্কটল্যান্ডকে তাদের মাটিতে হারানোয় প্লে অফ ফাইনালে ইউক্রেনিয়ানদের প্রতিপক্ষ ওয়েলস।

বুধবার (১ জুন) গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ ইউক্রেন সেমি-ফাইনালে ৩-১ গোলের বড় জয় পায়। ম্যাচের শুরু থেকেই তারা স্কটিশদের বিপক্ষে দাপুটে খেলা শুরু করে। ম্যাচের ৩৩তম মিনিটে ইয়ারমোলেঙ্কোর দারুন এক গোলে এগিয়ে যায় দেশটি।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে রোমান ইয়ারেমচুকের গোলে ৪৯তম মিনিটে ইউক্রেনের স্কোরলাইন দ্বিগুণ হয়।

দুই গোলে পিছিয়ে থেকে ৭৯তম মিনিটে ক্যালাম ম্যাকগ্রেগর গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ডের। ব্যবধান কমলেও বদলায়নি ম্যাচের গতিপথ। উল্টো ম্যাচের যোগ করা সময়ে ইউক্রেনের হয়ে আরো একটি গোল করেন আর্তেম।

এই ম্যাচ জয়ে প্লে অফ ফাইনালে রোববার (৫ জুন) ওয়েলসের মুখোমুখি হবে ইউক্রেন। কার্ডিফে অনুষ্ঠিতব্য এই ম্যাচজয়ী দল সুযোগ পাবে কাতার বিশ্বকাপে খেলার।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি বছরের ২৪ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাশিয়ায় আগ্রাসনের কারণে ইউক্রেনের অনুরোধে ম্যাচটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা ও উয়েফা।

স্কটল্যান্ড সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল। সেবারই স্কটিশরা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। এরপর কোনোবারই দলটি বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি।

অপরদিকে ২০০৬ সালে ইউক্রেন সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। মাঝে আরো তিনবার বিশ্বকাপ হলেও তাদের বিশ্বমঞ্চে খেলা হয়নি। তাদের সামনে এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ। প্লে অফ ফাইনালে ইউক্রেনের প্রতিপক্ষে ওয়েলসও ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ করে দিচ্ছে কোকা-কোলা

বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ করে দিচ্ছে কোকা-কোলা

কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপে ছয় নারী রেফারির ‘অজনা’ তথ্য

কাতার বিশ্বকাপে ছয় নারী রেফারির ‘অজনা’ তথ্য