ফুটবলে গোল উদযাপন করতে গিয়ে কত খেলোয়াড় কত রকম ভিন্নতা যে দেখিয়েছেন তার ইয়ত্তা নেই। প্রিয় কাজ করতে গিয়ে শাস্তি মাথা পেতে নিতেও আপত্তি নেই তাদের। এবার গোল উদযাপন করতে গিয়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন এভারটনের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।
চলতি বছরের ১ মে লিগে রেলিগেশন এড়ানোর ম্যাচে মাঠে নেমেছিল এভারটন। দলের এমন গুরুত্বপুর্ণ ম্যাচে গোল করার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি রিচার্লিসন। দর্শক সারি থেকে এসে পড়া ধোঁয়াযুক্ত লাইট কুড়িয়ে পুনরায় গ্যালারীতে ছুঁড়ে মারেন তিনি। যেটা আচরণবিধি লঙ্ঘন।
ঘটনার সুত্রাপাত রিচার্লিসনের গোলের পর। গোল কররা পর সমর্থকরা মাঠের উপর একটি আলোকিত নীল ধোঁয়াযুক্ত লাইট ছুড়ে মারেন। রিচার্লিসন নিজেকে সামলাতে না পেরে সেটা তুলে নিয়ে স্ট্যান্ডের দিকে ছুঁড়ে মেরে সমর্থকদের জবাবে সাড়া দেন। যদিও লাইটটি কোথায় পড়েছে তা অজানা।
ব্রাজিলিয়ান ফুটবলারের এই কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের কাতারে পড়ে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে 8 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারপর বাকি সিদ্ধান্ত।
জানা গেছে, এই উদযাপনের কারণে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের শাস্তির মুখোমুখি হতে পারেন রিচার্লসন। যদিও শাস্তির ধরণ সম্পর্ক এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হছে কয়েক ম্যাচ নিষেধাজ্ঞার উপর দিয়েই পার পেতে পারেন এই তরুণ।
ঐদিকে রিচার্লিসনের গোলেই চেলসির বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে রেলিগেশন এড়িয়েছে এভারটন। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলবে তারা। দলকে রক্ষা করা ব্রাজিলিয়ানের ভাগ্যে কি শাস্তি জুটে সেটাই এখন দেখার অপেক্ষা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি