চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪তম শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে ইউরোপ সেরা হয়েই বসে নেই তারা। গ্রীষ্মকালীন দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা তৈরিতে ব্যস্ত সময় পার করছে রিয়াল। ফরাসি ক্লাব মোনাকোর মিডফিল্ডার চৌমেনিকে দলে ভেড়াতে ১শ’ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি স্প্যানিশ ক্লাবটি।
চৌমেনিকে পেতে রিয়ালের সাথে দৌড়ে রয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে চৌমেনি নিজে লিভারপুল ও পিএসজিকে ‘রেড লিস্টে’ ফেলে দিয়েছেন। তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শুধুই রিয়াল মাদ্রিদ।
মোনাকোর সাথে চৌমেনিকে নিয়ে লম্বা সময় ধরে আলোচনা চলছে রিয়াল মাদ্রিদের। ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকমে জানানো হয়, চৌমেনিকে দলে ভেড়াতে মোনাকোর সাথে রিয়াল মাদ্রিদের কথা বার্তা প্রায় পাকা। চৌমেনির জন্য একশ মিলিয়ন ইউরো খরচ করবে ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, চৌমেনি লিভারপুল ও পিএসজির প্রস্তাবে না করে রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এতেই তাকে পেতে রিয়াল মাদ্রিদের আশার বেলুন ফুলে উঠেছে।
ফরাসি ক্লাব পিএসজি একটু দেরীতে চৌমেনিকে পাওয়ার দৌড়ে নেমেছিল। যদিও চৌমেনির এজেন্ট পিএসজির ক্রীড়া ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করতে দেখা করেছিলেন। তবে সেখানে তিনি জানিয়েছেন, চৌমেনি রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২২ বছর বয়সী চৌমেনি বর্তমানে ফ্রান্সের হয়ে নেশনস কাপের প্রস্ততি নিচ্ছেন। কিছুদিনের মধ্যেই রিয়ালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। এরপর চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।
২০২০ সালে মোনাকো গিয়েছিলেন চৌমেনি। সেখানে মোনাকোর হয়ে ৭৪ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার নামের পাশে রয়েছে পাঁচটি গোলও। ফ্রান্সের হয়ে চলতি বছর অভিষেক হয়েছে চৌমেনির। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন বেশ কিছু তারকা ফুটবলার। গ্যারেথ বেল, মার্সেলো, ইস্কোর মতো তারকারা বার্নাব্যূ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস