আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পর তাকে উৎসর্গ করে করে উদযাপন করেছিলেন লিওনেল মেসি। তখনো কেউ জানতো না মেসির এই উদযাপনের রহস্য। এতোদিন ব্যাপারটা চেপে রাখলেও এবার খোলাসা করলেন স্বয়ং মেসি নিজেই।
সোমবার (৩০ মে) আর্জেন্টিনার পত্রিকা টিওয়াইসি স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন্ম মেসি। সেখানেই অনেক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার সময় ম্যারাডোনার বিষয়টি নিয়েও কথা বলেন। সেখানেই জানিয়েছেন, ম্যারাডোনার কোনো একটা জার্সি পড়ে তাকে গোল উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি।
ম্যারাডোনার মারা যাওয়ার পর লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচে গোল করার পর বার্সেলোনার জার্সি খুলে ফেলেন মেসি। নিচেই আরেকটা জার্সি পরা ছিলেন ক্ষুদে জাদুকর। জার্সিটা ছিল আর্জেন্টিনার ক্লাব নিওয়েল ওল্ড বয়েজের ম্যারাডোনার বিখ্যাত ১০ নাম্বার জার্সি।
রোজারিও শহরের ক্লাবটির জার্সি পরে ম্যারডোনাকে শ্রদ্ধা জানানোর বিষয়ে মেসি বলেন, ‘আন্তোনেলার সাথে আগের রাতে আলোচনা করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আমাকে ডিয়েগোর জন্য কিছু করতে হবে। তখন আমি তার কোনো জার্সির খোঁজে জাদুঘরে গেলাম। যেখানে ট্রফি এবং জার্সি রাখা আছে।’
‘জাদুঘরে একটি ছোট দরজা আছে যা সবসময় বন্ধ থাকে। যেখানে আমরা জিনিস রাখি। একটি দরজা কেবল খোলা ছিল এবং সেখানে একটি চেয়ার ছিল। তার উপরে ছিল নিওয়েল ওল্ড বয়েজের ১০ নাম্বার জার্সি। আমি ভিতরে গিয়ে দেখলাম এটাই ডিয়েগোর সেই জার্সি। আমি তখন এটি গায়ে দেওয়ার কথা ভাবছিলাম।’
২০২০ সালের ২৭ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা (৬০)। এর দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হননি তিনি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি