কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩১ মে ২০২২
কাতার বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়ে দেন যে, আর্জেন্টিনার মাটিতে এটাই তার শেষ ম্যাচ। তখনই জাতীয় দল থেকে তার অবসরের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবশেষ সত্যি হতে চলেছে সেটা। কাতার বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন তারকা।

সোমবার (৩০ মে) আর্জেন্টিনার দৈনিক ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের কথা জানান ডি মারিয়া। কারণ হিসেবে উল্লেখ করেছেন নতুনদের সুযোগ করে দেওয়া তিনি এও জানিয়েছেন যে, দলে এখন প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদেরকে বিকশিত করার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বকাপের পরই আমার অবসরের সঠিক সময়। অনেক ছেলে আছে যারা জাতীয় দলের নজরে আছে, তারা বেড়ে উঠছে। আমি যখনই যাই তখনই দেখি। ধীরে ধীরে তারা দেখাবে যে, ক্লাব ও জাতীয় দলে তারা দুর্দান্ত পর্যায়ে রয়েছে। এই সুযোগটা দরকার।’

‘তাই এখন আমাকে একটু নিজের কথা হবে। এত আমি যা অর্জন করেছি এবং বিশ্বকাপের এত কাছাকাছি গিয়েছি... আমার ইচ্ছা এবারের বিশ্বকাপেই সেটা পূরণ হবে। এর পরে যে ব্যাপারটা আমি নিশ্চয়তা দিচ্ছি তা হলো, আমি আমার দিক থেকে একটা পদক্ষেপ নিবো।’ - মারিয়া যোগ করেন।

ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে তিনটি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং জাতীয় দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছেন। এছাড়াও আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিকে সোনা জিতেছেন। ২০২২ সালের কোপা আমেরিকার শিরোপা জেতানো গোলটি এসেছিল তার পা থেকেই।

২০০৮ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পান অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর থেকেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১২১টি ম্যাচ খেলে ২৪টি গোল করেছেন এই মিডফিল্ডার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি!

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি!

এবারের ব্যালন ডি’অর বেনজেমার: মেসি

এবারের ব্যালন ডি’অর বেনজেমার: মেসি

চিলির কোচ হলেন আর্জেন্টিনার এদুয়ার্দো বেরিজো

চিলির কোচ হলেন আর্জেন্টিনার এদুয়ার্দো বেরিজো

ডাবল হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আলভারেজ

ডাবল হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আলভারেজ