করোনাভাইরাস মহামারির কারণে এশিয়ান কাপের আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে চীন। ২০২৩ এশিয়ান কাপের নতুন আয়োজক খুঁজছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ জন্য সদস্য দেশগুলোর কাছে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) চেয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
চলতি বছরের ১৪ মে এক বিবৃতিতে এশিয়ান কাপের আয়োজন থেকে নিজেদের সরিয়ে নেয় চায়না ফুটবল ফেডারেশন। সেই সময় এক বিবৃতিতে এএফসি জানিয়েছিল খুব দ্রুতই ২০২৩ এশিয়ান কাপের আয়োজক দেশ নির্ধারণ করা হবে। এরই অংশ হিসেবে আয়োজক হতে আগ্রহী দেশগুলোকে ৩০ জুনের মধ্যে আগ্রজ প্রকাশ করতে বলেছে তারা।
২০২৩ সালের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০ শহরে এশিয়ান কাপ আয়োজিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টকে সামনে রেখে দুইটি নতুন স্টেডিয়ামও নির্মাণ করেছিল। শেষমেষ আর টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না তাদের।
চীন আয়োজন থেকে সরে যাওয়ার কথা আগে জানালেও এএফসির ৩২তম কংগ্রেসে বিষয়টি অনুমোদিত হয়েছে। এরপরেই নতুন আয়োজকের খোঁজে নেমেছে এএফসি। নতুন আয়োজকদের চলতি বছরের ৩০ জুনের মধ্যে আগ্রহ প্রকাশ করার সময়সীমা নির্ধারণ করেছে এএফসি।
২০১৯ সালের ৫ জুন ২৪ দলের এই আসরের আয়োজকের দায়িত্ব চীনের হাতে দেয় এএফসি। তবে টুর্নামেন্ট শুরুর এক বছর আগে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে তারা। এর আগে অবশ্য করোনাভাইরাস মহামারির কারণে এশিয়ান গেমসের ২০২২ আসর স্থগিত করেছে তারা।
এক বছর আগে আয়োজক দেশ পরিবর্তিত হলেও টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং, পূর্বনির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজিত হবে বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ, নতুন আয়োজক টুর্নামেন্ট আয়োজন করতে মাত্র এক বছর সময় পাবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর